তার আগে কী বিশৃঙ্খলই না হয়ে উঠলো হোম অব ক্রিকেটের ভেন্যু। চতুর্থ ওভারে লিটন দাশকে করা ওশানে টমাসের শেষ ডেলিভারিটি লং অফ থেকে রাদারফোর্ড তালুবন্দি করেন, কিন্তু তার আগে ‘নো’ সংকেত দেন তানভির আহমেদ।
অঙ্গভঙ্গিতে সতীর্থদের মাঠ ত্যাগেরও নির্দেশ দেন। অধিনায়কের নির্দেশ পেয়ে সবাই মাঠ ছেড়ে বেরিয়ে যেতে উদ্যতও হয়েছিলেন। যদিও শেষ পর্যন্ত তেমন কিছু হয়নি।
আম্পায়ার তানভির ওশানে টমাসের ওভার স্টেপিংয়ে নো ডেকেছিলেন। পরে রিপ্লেতে দেখা যায় তার পা লাইনের ভেতরেই ছিলো। সেটা নিশ্চিত হওয়ার পর মাঠের বাইরে দু’ দলের অধিনায়ক, কোচ ও ম্যাচ রেফারি দেন-দরবার করে ক্যারিবিয়ানদের মাঠে ফেরালে আবার ম্যাচ শুরু হয়।
শুধু ওই ডেলিভারিটিই নয়। একই ওভারে টমাসের ৫ম ডেলিভারিটিকেও ফিল্ড আম্পায়ার তানভির নো ডাকেন।
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ২২ ডিসেম্বর, ২০১৮
এইচএল/এমএমএস