লিটন দাসের আউট নিয়ে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদে কিছুটা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন উইন্ডিজ অধিনায়ক কার্লোস ব্রাথওয়েট। খেলা বন্ধ থাকে প্রায় ১০ মিনিটের মতো।
তবে ম্যাচ হারলেও সিরিজ সেরার পুরস্কার আসে বাংলাদেশের ঘরেই। পান বাংলাদেশ অধিনায়ক সাকিব। আর ৩৬ বলে ৮৯ রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জেতেন এভিন লুইস।
সিরিজ খোয়ালেও সিরিজ জুড়ে দাপুটে পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবেই পুরস্কার পান সাকিব। শনিবার (২২ ডিসেম্বর) সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে রানের খাতা খোলার আগে সাজঘরে ফিরলেও আগের দুই ম্যাচ মিলিয়ে বাঁহাতি এই অলরাউন্ডার করেন ১০৩ রান। প্রথম টি-টোয়েন্টিতে তার ব্যাট থেকে আসে ৪৩ বলে খেলেন ৬১ রান।
দ্বিতীয় ম্যাচে অপরাজিত থাকেন ৪২ রানে। এ ছাড়া তিন ম্যাচ বল হাতে নেন ৮ উইকেট। প্রথম টি-টোয়েন্টিতে উইকেটশূন্য থাকলেও দ্বিতীয় ম্যাচে তুলে নেন প্রতিপক্ষের ৫ উইকেট। আর তৃতীয় ম্যাচে নেন ৩ উইকেট।
এর আগে ক্যারিবীয়দের বিপক্ষে টেস্ট ও ওয়ানডেতেও সিরিজ সেরার পুরস্কার ওঠে বিশ্বের সেরা এই অলরাউন্ডারের হাতে।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৮
এমকেএম