বিপিএলের গত আসরে খুব একটা সুবিধে করতে পারেনি সিলেট ফ্র্যাঞ্চাইজি। সাত দলের মধ্যে পঞ্চম হয়েছিল তারা।
ব্যাটিংয়ে এছাড়া বাংলাদেশের সাব্বির রহমান ও নাসির হোসেন তো আছেনই। সঙ্গে দুই বিধ্বংসী ক্যারিবীয় নিকোলাস পুরান ও আন্দ্রে ফ্লেচারও থাকছেন।
তাহির ও নওয়াজ যোগ দেওয়ায় তারা স্পিনে সঙ্গী হিসেবে আরও পাচ্ছেন আফিফ হোসেন, অলক কাপালি ও নাবিল সামাদকে, বিদেশিদের মধ্যে ক্যারিবীয় স্পিনার ফ্যাবিয়ান অ্যালেন, নেপালি স্পিনার সন্দ্বীপ লামিচ্ছানও আছেন।
বিদেশি পেসার হিসেবে আছেন পাকিস্তানি সোহেল তানভীর ও মোহাম্মদ ইরফান, আফগানিস্তানের গুলবদিন নাইব।
টি-টোয়েন্টি ক্রিকেটে ইমরান তাহিরের সামর্থ্য বেশ সমীহ জাগানো। এখন পর্যন্ত এই ফরম্যাটে ২৩১টি ম্যাচে ডানহাতের ঘূর্ণিতে ২৭৬টি উইকেট নিয়েছেন তিনি। সিলেট সিক্সার্স তাদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে তাহির ও নওয়াজকে অন্তর্ভুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছে।
আগামী ৫ জানুয়ারি মিরপুর শের ই বাংলায় ষষ্ঠ আসরের প্রথম ম্যাচে চিটাগং ভাইকিংসের মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স।
বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ২৩ ডিসেম্বর, ২০১৮
এমএমএস