বিগ ব্যাশের এই নিয়ম অনুযায়ী, ব্যাটের মাধ্যমে টস করেই ঠিক হবে, কোন দল আগে ব্যাট করবে। ব্যাটে টস হওয়ায় হেড-টেইলের বদলে বলতে হবে হিলস অথবা ফ্ল্যাটস।
বুধবার (২৬ ডিসেম্বর) অপটাস স্টেডিয়ামে পার্থ স্কর্চার্স ও অ্যাডিলেড স্ট্রাইকার্সের মধ্যকার ম্যাচে ঘটলো এক মজার ঘটনা। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী ব্যাট দিয়ে টস করতে আসেন দুই দলের অধিনায়ক। পার্থ স্কর্চার্সের অধিনায়ক অ্যাস্টন টার্নার ব্যাট ছুঁড়ে দেন শূন্যে। উল্টোদিকের ক্যাপ্টেন কল করেন। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে হিলস বা ফ্ল্যাটস কোনোটাই পড়ল না। বরং ব্যাট পড়লো খাড়া হয়ে।
করতে হলো আবারও টস। এবারও সেই একই কাণ্ড। তৃতীয়বার টস করে এলো মীমাংসা। জিতলেন টার্নার। নিলেন বোলিং।
প্রথম থেকেই ব্যাপক সমালোচনার মুখে পড়ে বিগ ব্যাশ কর্তৃপক্ষের ব্যাট দিয়ে টসের সিদ্ধান্ত। কিন্তু তখন কানে তোলেননি তারা। এবার কিছুটা হলেও টনক নড়েছে তাদের। নতুন করে কিছু একটা ভাবছে তারা, এমনটাই আভাস দিয়েছেন।
বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৮
এমকেএম