সংক্ষিপ্ত স্কোর-
নিউজিল্যান্ড: ১৭৮ ও ৫৮৫/৪ ডিক্লে.
শ্রীলঙ্কা: ১০৪ ও ২৩৬ (১০৬.২ ওভার, টার্গেট ৬৬০)
নিজেদের ইতিহাসে প্রথমবার টানা চারটি টেস্ট সিরিজ জিতে রেকর্ড গড়লো নিউজিল্যান্ড। এর আগে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের পর আমিরাতে পাকিস্তানকে হারিয়েছিল কেন উইলিয়ামসনরা।
৬৬০ রানের বিশাল টার্গেটে খেলতে নেমে ম্যাচের চতুর্থ দিনই হার দেখছিল শ্রীলঙ্কা। যেখানে ২৩১ রানে ৬ উইকেট হারিয়ে দিন শেষ করেছিল সফরকারী দলটি। তবে পঞ্চম ও শেষ দিন মাত্র ১৪ বল টিকতে পারে তারা। ৫ রান যোগ করতেই বাকি ৪ উইকেট হারায়।
আগের দিনে ২২ রানে অপরাজিত দিলরুয়ান পেরেরা একই স্কোরে নেইল ওয়াগনারের বলে বিদায় নেন। আর ১৬ রানের থাকা সুরাঙ্গা লাকমাল দুই রান যোগ করে ট্রেন্ট বোল্টের বলে বোল্ড হন। পরে চামিরাকে এলবির ফাঁদে ফেলে বোল্ট বিদায় করলে জয় নিশ্চিত হয় কিইদের।
ব্যাটে-বলে অলরাউন্ড নৈপুণ্য দেখানো টিম সাউদি ম্যাচ সেরা হন।
বাংলাদেশ সময়: ১১০২ ঘণ্টা, ৩০ ডিসেম্বর, ২০১৮
এমএমএস