ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

২৩ মার্চ থেকে ভারতের মাটিতেই আইপিএল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৯
২৩ মার্চ থেকে ভারতের মাটিতেই আইপিএল ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (বিপিএল) ২০১৯ সালের আসরটি সম্পূর্ণরূপে ভারতের মাটিতেই অনুষ্ঠিত হবে। যেখানে আগামী ২৩ মার্চ থেকে টুর্নামেন্টটি মাঠে গড়াবে। যদিও দেশটির সাধারণ নির্বাচনের কারণে আসরটি দেশের বাইরে হওয়ার কথা জানা গিয়েছিল।

আইপিএলের পুরো সূচি অবশ্য ফেব্রুয়ারির শুরুর দিকে প্রকাশ করা হতে পারে। যেখানে আটটি ফ্র্যাঞ্চাইজির জন্য অতিরিক্ত ৪ থেকে ৬টি ভেন্যু প্রস্তুত রাখা আছে।

যদিও আইপিএলের ফাইনাল ম্যাচের তারিখ এখনও ঘোষণা করা হয়নি। তবে এটি ১২ বা ১৫ মে অনুষ্ঠিত হতে পারে। নিয়মঅনুযায়ী আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ আয়োজনের দায়িত্ব পেয়ে থাকে। ফলে গতবারের চ্যাস্পিয়ন চেন্নাই সুপার কিংস পাচ্ছে এই দায়িত্ব।

সর্বশেষ ২০০৯ ও ২০১৪ সালের আইপিএল দেশটির নির্বাচনের কারণে বাধা পড়ে। যার কারণে প্রথমটি দক্ষিণ আফ্রিকা ও পরেরবার সংযুক্ত আরব আমিরাতের (মৌসুমের প্রথম অংশ) ওপর এই আয়োজন দেয় আইপিএল কতৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা, ০৯ জানুয়ারি, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।