ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

ক্রিকেট

টসে জিতে ব্যাটিংয়ে সিলেট সিক্সার্স

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৯
টসে জিতে ব্যাটিংয়ে সিলেট সিক্সার্স ছবি: বাংলানিউজ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম ম্যাচে মুখোমুখি হচ্ছে চিটাগং ভাইকিংস ও সিলেট সিক্সার্স। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সিলেট অধিনায়ক ডেভিড ওয়ার্নার। ইতোমধ্যে ব্যাটিংয়ে নেমেছে সিলেট।

মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত হবে।

দু’দল এর আগেই এই আসরে একটি করে ম্যাচ খেলেছে।

যেখানে উদ্বোধনী ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে জয় পায় চিটাগং। তবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে হেরে যায় সিলেট।

চিটাগং ভাইকিংস একাদশ: মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), ক্যামেরন ডেলপোর্ট, মোহাম্মদ আশরাফুল, মুশফিকুর রহিম (অধিনায়ক), সিকান্দার রাজা, মোসাদ্দেক হোসেন, রবি ফ্রাইলিনক, নাঈম হাসান, সানজামুল ইসলাম, আবু জায়েদ, খালেদ আহমেদ।

সিলেট সিক্সার্স একাদশ: লিটন দাস (উইকেটরক্ষক), ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), আফিফ হোসেন, নিকোলাস পুরান, সাব্বির রহমান, নাসির হোসেন, আলক কাপালি, তাসকিন আহমেদ, সন্দীপ লামিনচানে, আল-আমিন হোসেন, মোহাম্মদ ইরফান।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, ০৯ জানুয়ারি, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।