ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বাঁহাতি ওয়ার্নার ডান হাতে ‘পেটালেন’ গেইলকে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৪ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৯
বাঁহাতি ওয়ার্নার ডান হাতে ‘পেটালেন’ গেইলকে ডেভিড ওয়ার্নার-ছবি: বাংলানিউজ

রংপুর রাইডার্সের বিপক্ষে ১৮৭ রানের বড় সংগ্রহে লিটন দাশের পাশাপাশি সিলেট সিক্সার্স অধিনায়ক ডেভিড ওয়ার্নারের ব্যাটেও চওড়া হাসি ছিল। ঝড়ো ব্যাটিংয়ে তিনি একের পর এক বাউন্ডারি হাঁকান। তবে মজার ব্যাপার ক্রিস গেইলের টানা তিন বলে ডানহাতে ব্যাট করে দড়ি পার করান এই বাঁহাতি ব্যাটসম্যান।

বর্তমান বিশ্বে বাঁহাতি ব্যাটসম্যানদের মধ্যে ওয়ার্নারকে আইডলই বলা যায়। তবে মাঝে মাঝে তাকে নিজের কৌশল বদলে ডানহাতেও ব্যাট করতে দেখা যায়।

আর পূর্বের মতো এবারও সফলতার মুখ দেখেছেন তিনি।

সিলেট ইনিংসের ১৯তম ওভারে বল করতে আসেন রংপুরের তারকা গেইল। প্রথম বলে ডাবল নিয়ে পরের দুটি বল ডট দেন ওয়ার্নার। তবে চতুর্থ বলেই হঠাৎ দিক বদলে বাঁ থেকে ডানে চলে যান তিনি। শট করে ছক্কার দেখাও পান তিনি। একই স্টাইলে পরের দুই বলে ব্যাট চালিয়ে চারের দেখা পান বল টেম্পারিংয়ের কারণে অস্ট্রেলিয়া দল থেকে নিষেধাজ্ঞায় থাকা এই তারকা।

দায়িত্বপূর্ণ ব্যাটিং করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ওয়ার্নার। ৩৬ বলে ৬টি চার ও দুটি ছক্কায় ৬১ করেন তিনি।

বাংলাদেশ সময়: ০৯১৯ ঘণ্টা, ১৬ জানুয়ারি, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।