ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বসুন্ধরা সিটিতে গেইল-ডি ভিলিয়ার্সদের একদিন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৯
বসুন্ধরা সিটিতে গেইল-ডি ভিলিয়ার্সদের একদিন বসুন্ধরা সিটিতে রংপুরের ক্রিকেটাররা। ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজ

ঢাকার প্রথম পর্ব ও সিলেট পর্ব শেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আবারও ফিরেছে রাজধানীতে। সোমবার (২১ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে এই পর্ব। 

বসুন্ধরা সিটিতে রংপুরের ক্রিকেটাররা।  ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজ

রোববার বিশ্রামে কাটায় বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স।

ছুটির দিনে দলের অধিকাংশ ক্রিকেটাররা কাটান ঢাকার পান্থপথের বসুন্ধরা সিটিতে।

বসুন্ধরা সিটিতে রংপুরের ক্রিকেটাররা।                                          ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজ

সেখানে তারা একটি টেলিভিশন অনুষ্ঠানের শুটিং, ফটোশুটে অংশ নেন। তবে এই কাজের পর তারা অনেকটা সময় কাটান ‘ফান ফ্যাক্টরি’ নামে বসুন্ধরার বিশাল গেইমিং জোনে।

অ্যালেক্স হেলস।  ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজ

রংপুরের ক্রিকেটারদের মধ্যে ছিলেন ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইল, দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স, ইংল্যান্ডের রবি ভোপারা, অ্যালেক্স হেলস, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিঠুন প্রমুখ।

বাংলাদেশ সময়ঃ ২০০৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।