ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

‘আমার কোনো দল নাই, মাশরাফি-সাকিব ভাইয়ের খেলা দেখতে আসি’

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৯
‘আমার কোনো দল নাই, মাশরাফি-সাকিব ভাইয়ের খেলা দেখতে আসি’ শুধু মাশরাফিদের খেলা দেখতে আসেন কিছু দর্শক-ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজ

ষষ্ঠ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাঠে গড়ানোর পর থেকেই আলোচনায় দর্শক খরা। তবে ঢাকা ডায়নামাইটস আর রংপুর রাইডার্সের ম্যাচের দৃশ্য কিছুটা হলেও ভিন্ন। এই দুই দলের ম্যাচে পুরোটা না হলেও অনেকটাই ভরে ওঠে গ্যালারিগুলো। এদের মধ্যে আবার অনেকেই আছেন শুধু মাশরাফি বিন মর্তুজা বা সাকিব আল হাসানের খেলা দেখতে মাঠে আসেন।

তেমনই এক সমর্থক পাওয়া গেলো মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। মিরপুরের বাসিন্দা হওয়ায় সুবিধাটা বেশ ভালোই পান শান্ত ইসলাম নামের এই সমর্থক।

পড়াশুনা করছেন মিরপুর বাংলা কলেজে। বলেন, ‘আসলে আমার কোনো দল নাই, মাশরাফি-সাকিব ভাইর খেলা দেখতে আসি। জাতীয় দলের খেলা হলে তো একসাথেই পাওয়া যায় তাদের। কিন্তু বিপিএল হলে তো দুই ম্যাচ দেখতে হয়। ’

ধানমন্ডির আরেক ক্রিকেট সমর্থক পাওয়া গেলো রংপুরের জার্সি গায়ে। ফরিদ নামের এই সমর্থক বলেন, ‘বিপিএল ভালো লাগে। এক সাথে কত তারকা দেখা যায়। ভাবা যায়, চোখের সামনে গেইল, ডি ভিলিয়ার্সদের দেখতে পাচ্ছি। ’

এমন সব সমর্থদের জন্য মঙ্গলবার (২২ জানুয়ারি) বিপিএলের দুটি ম্যাচ বেশ সুবিধার। একই দিনে মাঠে ভিন্ন ম্যাচে দেখা যাবে রংপুরের অধিনায়ক মাশরাফি ও ঢাকা অধিনায়ক সাকিবকে। আবার গেইল-ডি ভিলিয়ার্সরাও আছেন মাঠে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৮
এমকেএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।