ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সমকামীবিদ্বেষী মন্তব্য

রুটকে কি বলেছিলেন গ্যাব্রিয়েল?

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৯
রুটকে কি বলেছিলেন গ্যাব্রিয়েল? রুটকে উদ্দেশ্য করে গ্যাব্রিয়েলের সমকামীবিদ্বেষী মন্তব্য করার সেই মুহূর্ত-ছবি: সংগৃহীত

সমকামীবিদ্বেষী মন্তব্যের জেরে ৪ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন উইন্ডিজ ক্রিকেটার শ্যানন গ্যাব্রিয়েল। এবার নিজের দোষ স্বীকার করে ইংলিশ অধিনায়ক জো রুটের কাছে শর্তহীন ক্ষমা চেয়ে নিয়েছেন তিনি। সেদিনের আচরণের জন্য দুঃখ প্রকাশ করে গ্যাব্রিয়েল বলেছেন, ‘এটা আমার ও অন্যান্য সকল খেলোয়াড়দের জন্য সহনীয় হওয়ার ও অন্যদের অনুভূতিকে সম্মান করতে শেখার একটা সুযোগ।'

একইসঙ্গে রুটের সঙ্গে তার ওই সময়ের কথোপকথন নিয়েও মুখ খুলেছেন গ্যাব্রিয়েল। সেদিন স্ট্যাম্প মাইকে মাত্র এক লাইন শোনা গিয়েছিল।

বাকিটা নিয়ে গ্যাব্রিয়েল বলেন, 'আমি মনে করি যা ঘটেছিল তা প্রকাশ করা আমার দায়বদ্ধতার অংশ। ঘটনাটা ম্যাচের এক নাজুক পরিস্তিতিতে ঘটে। প্রচণ্ড চাপের মুহূর্ত এবং আমি যখন বোলিং করার প্রস্তুতি নিচ্ছিলাম রুট তখন আমার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে ছিল, যা টেস্ট ক্রিকেটারদের কাছে পরিচিত দৃশ্য। '

'আমি এখন বুঝতে পারছি যে আমি নিজের চিন্তা দূর করতে রুটকে উদ্দেশ্য করে বলেছিলাম, তুমি আমাকে দেখে হাসছো কেন? তুমি কি ছেলেদের পছন্দ করো?'

'তার জবাব রুট যা বলেন তা স্ট্যাম্পের মাইক্রোফোনে ধরা পড়ে। আর তা হলো, এটাকে অপমান হিসেবে ব্যবহার করো না। সমকামী হওয়া দোষের কিছু না। উত্তরে আমি বলি, এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই, কিন্তু তোমার উচিত আমার দিকে তাকিয়ে হাসা বন্ধ করা। '

গাব্রিয়েলের ব্যাপারে এক টুইটের মাধ্যমে আইসিসি তার ধারার ২.১৩ আচরণ বিধি ভেঙেছে বলে নিশ্চিত করেছে। এ ব্যাপারে রুট ও ইংল্যান্ড দল কোনো অভিযোগ না করলেও ম্যাচের দুই আম্পায়ার ম্যাচ রেফারি জেফ ক্রোকে অবিহিত করেন। তবে পরবর্তী প্রক্রিয়ার আগে আইসিসি আর কোনো মন্তব্য করবে না।

আইসিসি ধারা ২.১৩-এ বলা আছে, অপমানজনক কোনো ভাষা, অশ্লীল অথবা আক্রমণাত্মক বিষয়গুলো আলোচিত হয়।

আইসিসির অ্যালিট প্যানেলের ম্যাচ রেফারি জেফ ক্রো কর্তৃক প্রস্তাবিত শাস্তি ঘোষণা করে আইসিসি। এর আগে ফিল্ড আম্পায়ার রড টাকার ও কুমার ধর্মসেনা এবং থার্ড আম্পায়ার ক্রিস গ্যাফানি তার বিরুদ্ধে অভিযোগ জানানোর পর নিজের দোষ স্বীকার করে নেন গাব্রিয়েল।  

ঘোষিত শাস্তি অনুযায়ী গাব্রিয়েলের ম্যাচ ফি’র ৭৫ শতাংশ কাটা হবে।  এছাড়া তার নামের পাশে তিন কিংবা চারটি ডিমেরিট পয়েন্টও যুক্ত হবে। ফলে ইংলিশদের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের প্রথম চার ম্যাচে খেলা হচ্ছে না তার।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।