ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সোহেল রানার জন্য মাশরাফির শোক ও শ্রদ্ধা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৯
সোহেল রানার জন্য মাশরাফির শোক ও শ্রদ্ধা সোহেল রানা। ছবি: সংগৃহীত

গেলো ২৮ মার্চ বনানীতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে আটকে পড়াদের সাহায্য করতে যেয়ে গুরুতর আহত হন ফায়ারম্যান সোহেল রানা। পরবর্তীতে ৮ এপ্রিল সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।

সোহেলের এ আত্মত্যাগে দেশের মানুষ মর্মাহত হয়। জানায় ভালোবাসা ও শ্রদ্ধা।

সাধারণ মানুষের পাশাপাশি অনেক তারকাই শোকবার্তা জানিয়েছেন। পর্দা বা মাঠের তারকা নয়, এরাই আসল নায়ক সেটাই বোঝান অনেকেই। ব্যতিক্রম নন বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটের অধিনায়ক ও সাংসদ মাশরাফি বিন মর্তুজাও।  

বরাবরই ক্রিকেট ও ক্রিকেটারদের নিয়ে বাড়তি আলোচনা পছন্দ নয় মাশরাফির। আত্মত্যাগী সোহেলের কথা স্মরণ করে আরও একবার সেটিই বোঝালেন। মাশরাফির চোখে সত্যিকারের সুপারম্যান হলেন সোহেলের মতো মানুষেরা, যারা মানুষের বিপদে সর্বস্ব ত্যাগ করেন।  

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে সোহেল রানার প্রতি শোক ও শ্রদ্ধা জানিয়ে মাশরাফি লিখেছেন,

‘আমরা প্রতিনিয়ত গল্পের সুপারহিরোদের নিয়ে কথা বলি, তাদের নিয়ে জমে উঠে আমাদের চায়ের আড্ডা। স্পাইডারম্যান, সুপারম্যান এরা আমাদের জীবনকে প্রতিনিয়ত প্রভাবিত করে। কিন্তু আমাদের আশপাশে এমন কত যে সুপারহিরো আছে আমরা জানিও না। তাদের নিয়ে জমে উঠে না আমাদের চায়ের আড্ডা। আমরা স্মরণ করি না তাদের ত্যাগের কথা। ’ 

‘আজ এমনি একজন সুপারম্যানের কথা বলব। এই সুপারম্যানের নাম হচ্ছে সোহেল রানা। তিনি বাংলাদেশ ফায়ার সার্ভিসের একজন ফায়ারম্যান ছিলেন। গত ২৮ মার্চ বনানীর এফ আর টাওয়ারে অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজে অংশ নিয়েছিলেন। মরণের ভয় না করে উদ্ধার করতে গিয়েছিলেন এফ আর বিল্ডিংয়ে আটকে পড়া মানুষদের। কিন্তু উদ্ধারকাজ করতে গিয়ে তিনি গুরুতর আহত হন। তাঁকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বাংলাদেশ সময় রাত ২টা ১৭ মিনিটে তাঁর মৃত্যু হয়। আমরা গভীরভাবে স্মরণ করছি সোহেল রানার মতো সুপারম্যানদের। ’

বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।