ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে ফের বৃষ্টির বাগড়া?

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯
বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে ফের বৃষ্টির বাগড়া? ছবি: বাংলানিউজ

সদ্য শেষ হওয়া বিশ্বকাপে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটি বৃষ্টিতে ভেসে গিয়ে পয়েন্ট তালিকায় বেশ প্রভাব ফেলেছে। একই অবস্থা হতে পারে শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও।

শুক্রবার (২৬ জুলাই) বাংলাদেশ সময় বিকেল ৩টায় মুখোমুখি প্রথম ওয়ানডেতে হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। কিন্তু এই ম্যাচে বৃষ্টি হানা দেওয়ার সম্ভাবনা রয়েছে।

 

কলম্বোর স্থানীয় আবহাওয়া অফিস বলছে, ২৬ জুলাই ভারি বৃষ্টি হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। এ সময় তাপমাত্রা ২৯ ডিগ্রী সেলসিয়াস থাকলেও মুষলধারে বৃষ্টি হবে, এমনটাই বলেছে তারা। এমনকি শুক্রবার সকালেও শ্রীলঙ্কায় বৃষ্টি হয়েছে।

শুধু এই ম্যাচই নয়, ২৮ এবং ৩১ জুলাইয়ের ম্যাচ দুটিতেও বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে আবহাওয়ার পূর্বাভাস।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।