ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাকিব-তামিমকে ছাড়া বাংলাদেশের কন্ডিশনিং ক্যাম্প শুরু

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৯
সাকিব-তামিমকে ছাড়া বাংলাদেশের কন্ডিশনিং ক্যাম্প শুরু বাংলাদেশের ক্যাম্প। ছবি: শোয়েব মিথুন

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ও পরে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে শুরু হয়েছে বাংলাদেশ দলের কন্ডিশনিং ক্যাম্প। সোমবার (১৯ আগস্ট) মিরপুরে শেরে বাংলা স্টেডিযামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঘোষিত প্রাথমকি দলের সদস্যদের নিয়ে শুরু হয় এই ক্যাম্প। 

ক্যাম্পে যোগ দেননি বিশ্রামে থাকা সাকিব আল হাসান ও তামিম ইকবাল। তবে প্রথমদিকে মাশরাফি বিন মর্তুজার ক্যাম্পে যোগ দেওয়ার কথা না থাকলেও প্রথম দিনেই যোগ দিয়েছেন তিনি।

বিশ্বকাপের পর দীর্ষ দিন ক্রিকেটাররা ক্রিকেট থেকে দূরে ছিলেন। তাই ফিটনেস পরীক্ষার জন্যই এই ক্যাম্প শুরু করা হয়। লঙ্কান ট্রেনার মারিও ভিল্লাবারায়নের অধীনে সকাল সাড়ে ৮টা থেকে শুরু হয় কন্ডিশনিং ক্যাম্প।

বাংলাদেশের ক্যাম্প।  ছবি: শোয়েব মিথুন
 
নতুন নিয়োগ পাওয়া প্রধান কোচ রাসেল ডমিঙ্গোকে ছাড়াই শুরু হয়েছে কন্ডিশনিং ক্যাম্প। ফিটনেস নিয়ে কাজ করা হবে বলেই ক্যাম্পে যোগ দেননি টাইগার কোচ। আগামী ২১ আগস্ট দলের সাথে যুক্ত হবেন নতুন নিয়োগ পাওয়া প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।
 
বাংলাদেশ সময়:  ১৩১৯ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৯
আরএআর/এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।