ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আত্মবিশ্বাসী জহুরুল, সুযোগ চান ফরহাদ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৯
আত্মবিশ্বাসী জহুরুল, সুযোগ চান ফরহাদ ছবি: সংগৃহীত

মিরপুরে দ্বিতীয় দিনের মতো হয়েছে বাংলাদেশ জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্প। মঙ্গলবার (২০ আগস্ট)  সকালে প্রাথমিক স্কোয়াডে থাকা ক্রিকেটাররা দুই ভাগে ভাগ হয়ে ফিটনেস ক্যাম্পে অংশ নেন। সকাল সাড়ে ৮টায় শুরু হয় ক্যাম্প। তবে দ্বিতীয় দিনের ক্যাম্পে ছিলেন না ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

ক্যাম্প শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দীর্ঘ দিন পর প্রাথমিক দলে ডাক পাওয়া জহুরুল ইসলাম অমি।  বলেন, ' আমি প্রতিনিয়ত চেষ্টা করছি নিজের টেকনিক উন্নতি করার এবং ফিটনেস নিয়ে কাজ করার।

বাকিটা নির্বাচকদের উপর নির্ভর করছে। তাদের যদি মনে হয় আমাকে নেবেন তাহলে আমি আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব। '

আফগানিস্তান ও ত্রিদেশীয় সিরিজে বিশ্রামে ওপেনার তামিম ইকবাল। সুযোগ পেলে সেটা সবারই কাজে লাগানো উচিত। জহুরুল বলেন,  'তামিম অনেক বড় মানের খেলোয়াড়। ওর গ্যাপ পূরণ করাটা কঠিন। স্টিল একটা সুযোগ। যারা বাকিরা আছে সাদমান, ইমরুল, আমি, সৌম্য সবার জন্য। টেস্ট ক্রিকেট ক্রিকেটের সবচেয়ে বড় ফরম্যাট। যদি এখানে পারফর্ম করা যায় তাহলে সব ফরম্যাটে পারফর্ম করা সহজ। আমি বলব যেহেতু তামিম নাই যারা সুযোগ পাবে তাদের জন্য বিরাট সুযোগ। '

এদিকে দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাহিরে রয়েছেন আরেক ক্রিকেটার ফরহাদ রেজা। প্রাথমিক দলে ডাক পেয়েছেন তিনিও। ক্যাম্প শেষে তিনি সাংবাদিকদের জানান সুযোগ পেলে তিনিও সেটা কাজে লাগাবেন। বলেন, 'আমার কাজটা আমি ভালো করে করার চেষ্টা করি। আর আমাকে তো সুযোগ দিতে হবে খেলার জন্য। সুযোগ না পেলে তো আমি বলতে পারব না আমি ভালো করতে পারব। ভালো কিছুতো করতেও পারি। '

ফরহাদ আরও বলেন, 'এটা এমন একটা জায়গা যেখানে পারফর্ম করলে টিকে থাকবেন না করলে থাকবেন না। তবে একটা ম্যাচ দেখে বিচার করাটা ঠিক না। পারফর্ম করেই কিন্তু জাতীয় দলে খেলেছি। আমার মনে হয় আরও সুযোগ দেওয়া উচিত। সেটা আমাদের জন্যই ভালো। '

আরও দুই দিন চলবে জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্প। এরপই শুরু হবে ব্যাট-বলের অনুশীলন।

বাংলাদেশ সময়ঃ ১৩৫২ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৯
আরএআর/এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।