ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ডেঙ্গুতে ছিটকে গেলেন শাহীন আফ্রিদি 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২২ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৯
ডেঙ্গুতে ছিটকে গেলেন শাহীন আফ্রিদি  পাকিস্তানি ফাস্ট বোলার শাহীন আফ্রিদি: ছবি-সংগৃহীত

কেবল বাংলাদেশে নয়, ডেঙ্গু আতঙ্ক ছড়াচ্ছে পাকিস্তানেও। এবার তারই শিকার হলেন পাকিস্তানি পেসার শাহীন শাহ আফ্রিদি। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে পাকিস্তানের প্রাক-মৌসুম প্রস্তুতি ক্যাম্প থেকে ছিটকে গেছেন ১৯ বছর বয়সী তারকা।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) শাহীন আফ্রিদির ডেঙ্গু আক্রান্ত হওয়ার খবরটি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

অসুস্থ অনুভব করায় বুধবার (২৮ আগস্ট) তাকে একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

এরপর ডায়াগনোসিসে শাহীন আফ্রিদির ডেঙ্গু ধরা পড়ে।

পাকিস্তানি পেসারের ডেঙ্গু আক্রান্ত হওয়ার ব্যাপারে পিসিবি জানায়, ‘ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ায় প্রাক-মৌসুম প্রস্তুতি ক্যাম্প থেকে বাদ পড়েছেন শাহীন আফ্রিদি। গতকাল তাকে একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় এবং তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন। ’ 

আর্ন্তজাতিক ও ঘরোয়া মৌসুমকে সামনে রেখে মঙ্গলবার (২০ আগস্ট) লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে প্রাক-মৌসুম প্রস্তুতি শুরু করেছে পাকিস্তানি ক্রিকেটাররা।  

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৯
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।