ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ড্র ম্যাচেও উজ্জ্বল সাঈফ-নাঈম 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৯
ড্র ম্যাচেও উজ্জ্বল সাঈফ-নাঈম  বাংলাদেশ ইমার্জিং দল: ছবি-সংগৃহীত

ড্রয়ে শেষ হলো বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ইমার্জিং দলের চার দিনের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। চতুর্থ ও শেষ দিনে বাংলাদেশ স্কোরবোর্ডে ৪ উইকেটে ১০২ রান তুলতেই ম্যাচ ড্রয়ের সিদ্ধান্তে পৌঁছান দু’দলের অধিনায়ক। 

ম্যাচের উত্তেজনায় মূলত জল ঢেলে দিয়েছে বৃষ্টি। নয়তো ফলাফলটা অন্যরকমও হতে পারতো।

প্রথম ইনিংসে ৬ উইকেটে ১৯০ রানে তৃতীয় দিন শেষ করা লঙ্কানরা শেষ দিনে থামে ২৪৪ রানে।  

শুক্রবার (৩০ আগস্ট) ১১৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে বাংলাদেশ। দলীয় ১৮ রানে মোহাম্মদ নাঈমকে হারালেও আরেক ওপেনার সাঈফ হাসানের ব্যাটে ভালোই রান আসছিল। ২৫ রান নিয়ে দ্বিতীয় উইকেট হিসেবে ফিরে যান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এর পরপরই ফিরে যান ইয়াসির আলী (৩) ও আফিফ হোসেন (১)। সতীর্থরা ব্যর্থ হলেও জাকির হাসানকে নিয়ে এগোতে থাকেন সাঈফ।  

অবশ্য দিনের অর্ধেক সময় বাকি থাকতেই দুই অধিনায়ক ড্রয়ের সিদ্ধান্ত মেনে নেওয়ায় অপরাজিত হয়ে সাজঘরে ফিরে যান তিনি। ততক্ষণে বাংলাদেশ লিড নেয় ২১৮ রানের। সাঈফের ১১৩ বলে ৪০ রানের ইনিংসটি সাজানো ছিল ৪ চার ও ১ ছক্কায়। ৫ চারে ২৫ রান নিয়ে অপরাজিত থাকেন জাকিরও।  

এর আগে খুলনার আবু নাসের স্টেডিয়ামে চতুর্থ দিন শুরু করেন লঙ্কানদের দুই ব্যাটসম্যান অ্যাশেন বান্দারা ও অধিনায়ক চামিকা করুনারত্নে। বান্দারাকে ৮৫ রানে থামান শফিকুল ইসলাম। পরের তিন ‍উইকেট করুনারত্নে (৮), কালানা পেরেরা (৮) ও নিশান পেইরিস (১৫) তুলে নেন নাঈম হাসান। সফরকারীদের ৭ উইকেটই পকেটে পুরেছেন তিনি।  

প্রথম ইনিংসে বাংলাদেশকে ৩৬০ রানের সংগ্রহ এনে দিয়েছিলেন শান্ত। ম্যান অব দ্য ম্যাচও হয়েছেন তিনি। চার দিনের দুই টেস্ট সিরিজের শেষ টেস্ট হবে আগামী মঙ্গলবার (৩ সেপ্টেম্বর), কক্সবাজারে।  

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘন্টা, আগস্ট ৩০, ২০১৯
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।