ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অভিষেকেই দলের ‘বিদায়’ দেখলেন লিটন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৯
অভিষেকেই দলের ‘বিদায়’ দেখলেন লিটন লিটন দাস

মাত্রই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অভিষেক হয়েছে লিটন দাসের। কিন্তু দুর্ভাগ্যই বলতে হবে, বাংলাদেশ ওপেনারের অভিষেক ম্যাচ শেষে বিদায় নিশ্চিত হয়ে গেছে তার দল জ্যামাইকা তালাওয়াসের। তবে হাতে এখনও এক ম্যাচ আছে। ফলে আরও একবার ব্যাট হাতে নামার সুযোগ থাকছে লিটনের সামনে।

টুর্নামেন্টে টিকে থাকতে হলে শনিবার (২৮ সেপ্টেম্বর) সেন্ট লুসিয়া জুকসের বিপক্ষে ম্যাচটি জিততেই হতো জ্যামাইকার। কিন্তু তাদের ছুড়ে দেওয়া ১৬৬ রানের লক্ষ্য ৪ উইকেট ও ৫ বল হাতে রেখেই পেরিয়ে যায় সেন্ট লুসিয়া।

সিপিএলে নিজের অভিষেক ম্যাচটা রাঙাতে পারেননি লিটন। চার নম্বরে নেমে ২১ বলে করেছেন ২১ রান। এই সময়ে বাউন্ডারি হাঁকিয়েছেন মাত্র ১টি। তবে তার দল ডোয়াইন স্মিথের ৩৮ বলে ৫৮ রান ও গ্লেন ফিলিপসের ১১ বলে ২৩ রানে ভর করে ৭ উইকেট হারিয়ে ১৬৫ রানের মাঝারি সংগ্রহ পেয়েছিল। জবাবে রাহকিম কর্নওয়েলের ফিফটি আর হার্ডুস ভিজোয়েনের ৩২ রানের ইনিংসে জয় তুলে নেয় সেন্ট লুসিয়া।

এদিন লিটনের মতোই ব্যাট হাতে ওয়ানডে মেজাজে ছিলেন ক্রিস গেইলও। ২৯ রান করতে তিনি বল খেলেছেন ৩০টি। বল হাতে সেন্ট লুসিয়ার কেসরিক উইলিয়ামস ছিলেন দুর্দান্ত। ৪ ওভারে মাত্র ২৪ রান খরচে তিনি তুলে নিয়েছেন ৩ উইকেট। তবে অজি লেগ স্পিনার ফাওয়াদ আহমেদের ৪ ওভারে মাত্র ২২ রান খরচও কম গুরুত্বপূর্ণ নয়। অন্যদিকে বল হাতে ২ ওভারে ৮ রান খরচ করে ১ উইকেট পাওয়ার পরও স্মিথকে আর বোলিংয়ে আনেনি জ্যামাইকা, ম্যাচ হারার পেছনে এই সিদ্ধান্তও কম দায়ী নয়।

এই ম্যাচ হেরে যাওয়ায় এক ম্যাচ হাতে রেখেই বিদায় নিশ্চিত হয়েছে জ্যামাইকার। আর সেন্ট লুসিয়ার জন্য এই জয় টুর্নামেন্টে টিকে থাকার সুযোগ এনে দিয়েছে।

বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।