ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভারতের বিপক্ষে প্রথম টেস্টে থাকবেন ম্যাকেঞ্জি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৪ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৯
ভারতের বিপক্ষে প্রথম টেস্টে থাকবেন ম্যাকেঞ্জি নিল ম্যাকেঞ্জি: ছবি-ফাইল ফটো

বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটের কোচ হিসেবে এক বছরের বেশি সময় পার করেছেন দক্ষিণ আফ্রিকান ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি। প্রথমে খন্ডকালীন কোচ হিসেবে নিয়োগ পেলেও পরে তার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ায় ক্রিকেট বোর্ড। সাদা বলের ক্রিকেটের পর লাল বলের ক্রিকেটেও ম্যাকেঞ্জিকে কোচ হিসেবে পেতে চায় বিসিবি।

ম্যাকেঞ্জি অবশ্য বিসিবি’র এই প্রস্তাবে সাড়া দেননি। তবে আগামী মাসে অনুষ্ঠিত ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে দলের সঙ্গে থাকতে রাজি হয়েছেন তিনি।

বিসিবি’র ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান শনিবার (০৫ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন।

আকরাম খান বলেন, ‘ম্যাকেঞ্জি সিরিজ শুরুর আগেই আসবে। প্রথম টেস্টেই থাকবে দলের সঙ্গে। আমরা যেটা আলোচনা করছি যে, একই কোচ যদি সীমিত ওভারের ক্রিকেট এবং টেস্ট ক্রিকেট দুটোতেই থাকে তবে সেটা দলের জন্যই ভালো হবে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপাতত সে প্রথম টেস্টে থাকবে, তবে দ্বিতীয় টেস্টে এখনো বলা যাচ্ছে না। আমরা আলোচনা করবো ওর সঙ্গে। ম্যাকেঞ্জির সঙ্গে চুক্তি শুধু টি-টুয়েন্টি এবং ওয়ানডেতে, টেস্টে আমাদের ওর সঙ্গে চুক্তি নেই। তবে আমরা চেষ্টা করছি। এখনও কোন কিছু চূড়ান্ত হয়নি। ’

গত বছর জুলাই মাসে বাংলাদেশ দলের দায়িত্ব নিয়েছেলেন নিল ম্যাকেঞ্জি। তার কাজে খুশি হয়ে পরে তার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ায় বিসিবি।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৯
আরএআর/ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।