শনিবার (১২ অক্টোবর) মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে ২ উইকেটে ৬৬ রান নিয়ে প্রথম ইনিংসের খেলা শুরু করে ঢাকা মেট্রো। আগেরদিন পায়ে ব্যাথা পাওয়ায় এই দিন মাঠে নামতে পারেননি ২১ রানে অপরাজিত থাকা মার্শাল আইয়ুব।
দিন শুরু করেন শামসুর-মাহমুদউল্লাহ। অর্ধ-শতক তুলে ৫৫ রান করে দলীয় ১১৬ রানে বিদায় নেন শামসুর। এরপর চট্ট্রগামের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ঢাকা মেট্রো। মাঝে শুধু মাহমুদউল্লাহ ১৩৪ বলে ৬৩ রানের ইনিংস খেলে আউট হন। ২০১ রান তুলতেই ৮ উইকেট হারায় ঢাকা মেট্রো।
এরপরই অবশ্য চট্টগ্রামের বোলাদের ওপর থেকে নিয়ন্ত্রণ নিজেদের দিকে নিয়ে নেন ঢাকা মেট্রোর জাবিদ ও শহিদুল। দিনের বাকি সময়টা বেশ ভালোভাবেই পার করে দেন তারা। দু’জনই দেখা পান অর্ধ-শতকের। নবম উইকেটে ১৪৮ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন থাকেন জাবিদ-শহিদুল। জাবিদ ৮১ ও শহিদুল ৮২ রানে অপরাজিত আছেন।
তৃতীয় দিন শেষে প্রথম ইনিংসে ঢাকা মেট্রোপলিসের সংগ্রহ ৮ উইকেটে ৩৪৮ রান। প্রথম ইনিংসে চট্টগ্রাম ২৯০ রানে অলআউট হয়। চট্টগ্রামের মিনহাজুল আবেদীন আফ্রিদি ৩টি এবং নোমান চৌধুরী, রনি চৌধুরী ও মাসুম খান ১টি করে উইকেট নেন।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৯
আরএআর/ইউবি