রাঁচিতে শনিবার মুখোমুখি হয় ভারত ও দ.আফ্রিকা। যেখানে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত জানা টিম ইন্ডিয়ার দলনেতা বিরাট কোহলি।
এই সিরিজেই তৃতীয় সেঞ্চুরির দেখা পেলেন রোহিত। মিডলঅর্ডার থেকে ওপেনিংয়ে সুযোগ পাওয়া রোহিত বিশাখাপত্তমে প্রথম টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেন।
এদিকে ওপেনার হিসেবে এক সিরিজে তিন সেঞ্চুরি করে রোহিত তার স্বদেশী কিংবদন্তি সুনীল গাভাস্কারের রেকর্ডে ভাগ বসালেন। গাভাস্কার অবশ্য তিনিটি ভিন্ন সিরিজে তিনটি করে সেঞ্চুরি উদযাপন করেছিলেন।
এদিন প্রোটিয়া বোলার ড্যান পিটকে ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি পূরণ করেন। সিরিজের প্রথম ম্যাচে ১৩ ছক্কা হাঁকানো রোহিত এই ইনিংসে এরই মধ্যে ৪ বার ওভার বাউন্ডারি মেরেছেন। আর এতেই হয়ে গেছে এক সিরিজে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড। এর আগে ওয়েস্ট ইন্ডিজের শিমরন হেটমায়ার এক সিরিজে ১৫ ছক্কা হাঁকিয়ে রেকর্ড গড়েছিলেন। আর ভারতীয়দের মধ্যে ২০১০ সালে হরভজন সিং এক সিরিজে ১৪টি ছক্কা হাঁকিয়েছিলেন।
প্রথম দিন শেষে ৫৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ২২৪ রান করেছে ভারত। আলোর স্বল্পতার কারণে খেলা বন্ধ হয়ে যায়। রোহিত ১১৭ ও রাহাতে ৮৩ রানে অপরাজিত রয়েছেন।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৯
এমএমএস