ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশ সবসময় আমাদের চাপে ফেলে দেয়: রোহিত শর্মা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৬ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৯
বাংলাদেশ সবসময় আমাদের চাপে ফেলে দেয়: রোহিত শর্মা রোহিত শর্মা/ছবি: সংগৃহীত

র‍্যাংকিং, শক্তিমত্তা আর সাম্প্রতিক ফর্ম যেকোনো বিচারেই বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে ভারত। স্বাভাবিকভাবেই আসন্ন সিরিজে বাংলাদেশকে নিয়ে বাজি ধরার মানুষ নেই বললেই চলে। আর ভারতকে যদি বাংলাদেশ হারিয়েই দেয়, সেটাকেও অনেকে বলবেন ‘আপসেট’। কিন্তু রোহিত শর্মা এমনটা মনে করেন না। ভারতীয় টি-টোয়েন্টি দলের ভারপ্রাপ্ত অধিনায়কের মতে ‘আপসেট’ নয়, বাংলাদেশ যেকোনো দলকে হারিয়ে দিতে সক্ষম। আর প্রতিপক্ষ যদি ভারত হয় তাহলে তো কথাই নেই।

একজন অধিনায়ককে প্রতিপক্ষ সম্পর্কে সম্যক ধারণা রাখতে হয়। বিশেষ করে টি-টোয়েন্টিতে, যেখানে ক্ষণিকের সিদ্ধান্তে ম্যাচের ফল পাল্টে যেতে পারে।

রোহিত ভালো করেই জানেন, সাকিব আল হাসান ও তামিম ইকবালের মতো সেরা দুই ক্রিকেটারকে ছাড়া বাংলাদেশ দল তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ। তাই বলে বাংলাদেশকে সহজ প্রতিপক্ষ ভাবতে রাজি নন রোহিত। কারণ অতীতে বাংলাদেশের বিপক্ষে অল্পের জন্য পরাজয়ের মুখ থেকে বেঁচে গেছে ভারত।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে রোববার (০২ নভেম্বর) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত-বাংলাদেশ। এই ম্যাচকে সামনে রেখে সংবাদ সম্মেলনে রোহিত বলেন, ‘বাংলাদেশ খুব ভালো দল। বছরের পর বছর আমরা দেখেছি তারা শুধু ঘরের মাঠেই নয়, বিদেশেও কেমন খেলছে। বিশেষ করে আমাদের বিপক্ষে। তারা সবসময় আমাদের চাপে ফেলে দেয়। এই দলটাকে আলাদাভাবে দেখার কিছু নেই। ’

সাকিব, তামিম না থাকা সত্ত্বেও বাংলাদেশকে হালকাভাবে দেখছেন না রোহিত, ‘আমি বুঝতে পারছি তাদের দলের দুজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় খেলছে না, কিন্তু তা সত্ত্বেও তাদের কয়েকজন দুর্দান্ত খেলোয়াড় আছে যারা যেকোনো দলকে আপসেট উপহার দিতে পারে। আমি বরং এটাকে ‘আপসেট’ বলব না, বরং হারাতে পারে বলব। এটাই সঠিক শব্দ। তারা এখন অনেক পরিণত দল। ’

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।