ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

জয় দিয়ে সফর শেষ করলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৪ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৯
জয় দিয়ে সফর শেষ করলো বাংলাদেশ ফারজানার ব্যাটে ভর করে জিতলো টাইগ্রেসরা

তিন ম্যাচ টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ। দুই ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও হার। দেওয়ালে পিঠ ঠেকে গেলেও ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী দল। স্বাগতিক পাকিস্তানকে ১ উইকেটে হারিয়ে দুই ম্যাচের ওয়ানডে সিরিজ ১-১ সমতায় শেষ করেছে টাইগ্রেসরা। এরই মধ্য দিয়ে শেষ হলো সালমা-জাহানারা-রুমানাদের পাকিস্তান সফর।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সোমবার (৪ নভেম্বর) সিরিজের শেষ ম্যাচটি খেলতে নামে বাংলাদেশ। আগে ব্যাট করা পাকিস্তানি মেয়েরা ৪৮.৪ ওভারে অলআউট হওয়ার আগে তোলে ২১০ রান।

জবাবে, ব্যাটিংয়ে নেমে ১ বল বাকি থাকতে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশের মেয়েরা জয়ের বন্দরে পৌঁছে।

পাকিস্তানের সর্বোচ্চ ৬৩ রান করেন ওপেনার নাহিদা খান। আরেক ওপেনার জাভেরিয়া খানের ব্যাট থেকে আসে ২৪ রান। ওপেনিং জুটিতে তারা তুলে নেন ৫৮ রান। দলপতি বিসমাহ মারুফের উইলো থেকে আসে ৩৪ রান। ৩৬ রান করেন আলিয়া রিয়াজ। সানা মির ১৩ আর সিদরা নওয়াজ করেন ১৯* রান।

বাংলাদেশের দলপতি রুমানা আহমেদ ৮ ওভারে ৩৫ রান খরচায় তুলে নেন তিনটি উইকেট। ৯.৪ ওভারে ৩৬ রান খরচায় দুটি উইকেট পান সালমা খাতুন। পান্না ঘোষ একটি উইকেট দখল করেন। জাহানারা, নাহিদা আর ফাহিমা কোনো উইকেট পাননি।

২১১ রানের টার্গেটে নেমে ওপেনার মুর্শিদা খাতুন ৬৭ বলে ছয়টি বাউন্ডারিতে করেন ৪৪ রান। আরেক ওপেনার শারমিন সুলাতানার ব্যাট থেকে আসে ২৭ রান। তার ২৬ বলে সাজানো ইনিংসে ছিল পাঁচটি বাউন্ডারির মার। চার নম্বরে নামা ফারজানা হক ৯৭ বলে ছয়টি চারের সাহায্যে করেন সর্বোচ্চ ৬৭ রান। দলপতি রুমানার উইলো থেকে আসে ৩১ রান। সানজিদা ২৩ বলে করেন ২০ রান।

উইকেটরক্ষক নিগার সুলতানা ০, সালমা ১, ফাহিমা ১ রানে বিদায় নেন। ৪৯তম ওভারে রানআউট হন পান্না (১)। শেষ ওভারের পঞ্চম বলে জয়সূচক রান তুলে নেন ৪ রানে অপরাজিত থাকা নাহিদা। জাহানারা ৭ রানে অপরাজিত থাকেন।

এর আগে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে লাহোরে তিনটি টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। তিনটিতেই হেরেছে সালমা খাতুনের দলটি। প্রথম ম্যাচে ১৪ রানে দ্বিতীয় ম্যাচে ১৫ আর তৃতীয় ম্যাচে হেরেছে ২৮ রানের ব্যবধানে। এদিকে দুই ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে রুমানা আহমেদের নেতৃত্বে সফরকারীরা হেরেছে ২৯ রানের ব্যবধানে। সোমবার (৪ নভেম্বর) সিরিজের শেষ ম্যাচটি খেলতে নামে দুই দল।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।