ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নারী ক্রিকেটে অবকাঠমোগত উন্নয়ন প্রয়োজন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
নারী ক্রিকেটে অবকাঠমোগত উন্নয়ন প্রয়োজন বাংলাদেশ নারী ক্রিকেট দল: ছবি-সংগৃহীত

কলকাতা থেকে: বাংলাদেশ নারী দলের আন্তর্জাতিক সাফল্য নেই বললেই চলে। তবে একটি সাফল্যই বাংলাদেশের নারী ক্রিকেটকে আলাদা করেছে। প্রথম কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টের শিরোপা বাংলাদেশ নারী দলের হাত ধরেই এসেছিলো যা পুরুষ দল করতে পারেনি। এশিয়া কাপে ভারতকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিলো বাংলাদেশের নারীরা।
 

বাংলাদেশের নারী ক্রিকেটকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে তৃণমূল পর্যায় থেকে কাজ করতে হবে। ভারতের সাবেক নারী পেসার ঝুলন গোস্বামী সেটাই মনে করেন।

শনিবার (২৩ নভেম্বর) ইডেন গার্ডেন্সে সেই কথাই জানালেন তিনি।

তিনি বলেন, ‘আস্তে আস্তে ভালো হবে, একবারে কখনও ভালো হয় না। সবসময় পেছনে লেগে থাকতে হয়। আমার মনে তৃণমূল পর্যায়ে অবকাঠামো উন্নয়ন করতে হবে যেখানে তাদের বেস্ট গ্রাউন্ড, বেস্ট ট্রেনিং সুবিধা দেয়া হবে। স্কুল ক্রিকেট, জেলা ক্রিকেট বড় ভূমিকা পালন করে। এছাড়াও নিয়মিত আন্তর্জাতিক ক্রিকেট খেলতে হবে। শুধু মাত্র টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য নয়, নিয়মিত খেললে আইসিসি ইভেন্টে বাংলাদেশ ভালো করতে পারবে। ’

আইসিসি ইভেন্টে ভালো করাই এখন বাংলাদেশের বড় চ্যালেঞ্জ বলে মনে করেন ঝুলন গোস্বামী। ভারতের সাবেক এই অভিজ্ঞ পেসার বলেন, ‘বাংলাদেশ নারী দল শেষ এশিয়া কাপে ভালো খেলেছে। আমাদের (ভারত) থেকে ভালো খেলেছে, আমাদের হারিয়েছে। এটাতো কম নয়। তবে বাংলাদেশের বড় চ্যালেঞ্জ হলো আইসিসি’র মেইন ইভেন্টে ভালো করা। বাংলাদেশ অলরেডি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে তাদের জন্য শুভ কামনা। ’

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৯
আরএআর/ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।