ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

প্রতিবাদী কণ্ঠস্বরে তাল মেলালেন হার্শা ভোগলে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১২ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৯
প্রতিবাদী কণ্ঠস্বরে তাল মেলালেন হার্শা ভোগলে ছবি: সংগৃহীত

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) ও জাতীয় নাগরিক পঞ্জী (এনপিআর) এর বিপক্ষে ভারতে বিক্ষোভ চলছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা কেন্দ্রীয় সরকারের এই আইনের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন । সেই প্রতিবাদী কণ্ঠস্বরে তাল মিলিয়েছেন ভারতের ক্রিকেট ধারাভাষ্যকার হার্শা ভোগলে।

ফেসবুকে সিএএ ও এনপিআরের বিপক্ষে তিনি একটি পোস্ট করেছেন। এর আগে ভারতের অলরাউন্ডার ইরফান পাঠান সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদী লেখা পোস্ট করার পর তা মুছে ফেলেছেন।

ভোগলে নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, ‘নিজেদের মধ্যে দূরত্ব তৈরি করা নির্বাচনে জয়ের লক্ষ্য নয়। বিশ্ব সম্পর্কে আমার অপরিপক্ক দৃষ্টিভঙ্গী আমাকে জানায় যে উদারনীতি, মুক্ত চিন্তাধারা এবং একত্রিত থাকার মানসিকতার মাধ্যমে অনেক সুযোগ তৈরি করলে নির্বাচনে জেতা সম্ভব। মানুষের মধ্যে ঐক্যই আরও বেশি নির্বাচন জেতাতে সাহায্য করে। ’

নিজের পোস্টে সাবেক দুই প্রধানমন্ত্রীর নাম উল্লেখ করে ভোগলে লিখেছেন, ‘সরকার গঠনের আগে শিক্ষা, পরিকাঠামো, প্রযুক্তি নিয়ে ভাবার এটাই সময়। মুক্ত চিন্তাধারার মধ্যে দিয়ে ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ করে দিতে হবে। আমরা যা ভাবতেও পারি না, বুদ্ধিদীপ্ত তারুণ্যের হাত ধরে ভারত সেখানে পৌঁছে যাবে। ত্রিশের গোড়ায় যখন আমার বয়স, সেই সময়েই দু-জন বিপ্লব এনেছিলেন এই দেশে। উদারনীতির মাধ্যমে বিশ্বের কাছে দেশকে খুলে দিয়েছিলেন পিভি নরসীমা রাও। অন্যদিকে, মনমোহন সিং-ও সমঝোতা করে বাজেট পেশ করেছিলেন। ’

ভোগলে আরও লেখেন, ‘আমার বয়সী এবং আমার চেয়ে বড় যারা ক্ষমতায় রয়েছেন, তাদেরকে বলছি, আমরা খুব ভালো একটা ইনিংস খেলেছি। আর গত ২৫ বছর ধরে ভারতীয় হিসেবে আমরা খুব সৌভাগ্যবান। আগামী প্রজন্মের সামনে আর যুদ্ধ বাধিয়ে দেবেন না। ওরা আমাদের চেয়ে অনেক বেশি ভালো হবে। সেটাই ওদের হতে দিন। সুস্থ, সুন্দর, নিরপেক্ষ, উদার দুনিয়ায় ওরা বিশ্বের সেরা হয়ে উঠতে পারবে। ’

ভোগলের প্রতিবাদী এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় বেশ সাড়া ফেলেছে। অনেকেই তার সাহসের প্রশংসা করেছেন। আবার অনেকেই তার পরিণতিবোধ নিয়ে সন্দেহ প্রকাশ করছেন।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।