চলতি মাসের শেষদিকে পাকিস্তানের মাটিতে ৩ টি-টোয়েন্টি ও ২ টেস্ট ম্যাচ খেলতে যাবে টাইগারবাহিনী। কিন্তু নিরাপত্তাজনিত কারণে শুধু টি-টোয়েন্টি সিরিজের ব্যাপারে রাজি হয়েছে বিসিবি।
বিসিবি চায় টি-টোয়েন্টি সিরিজটা শুধু পাকিস্তানে আয়োজিত হোক, আর টেস্ট সিরিজটা নিরপেক্ষ ভেন্যুতে। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) টেস্ট সিরিজও পাকিস্তানেই আয়োজন করতে চায়। বিশেষ করে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্ট ম্যাচের সিরিজ আয়োজনের সফলতার পর তাদের দাবি আরও জোরদার হয়েছে।
সম্প্রতি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, দলের কয়েকজন খেলোয়াড় এবং কোচিং স্টাফ পাকিস্তান সফর নিয়ে চিন্তায় পড়ে গেছেন। পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থার প্রেক্ষিতে সেখানে খেলা বেশ কঠিন বলেই টেস্ট সিরিজটা নিরপেক্ষ ভেন্যুতে সরাতে বলছে বিসিবি। কিন্তু পিসিবি কোনোভাবেই হোম টেস্ট বাইরের ভেন্যুতে না খেলার ব্যাপারে অনড় অবস্থান নিয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২০
আরএআর/এমএইচএম