সোমবার (০৬ জানুয়ারি) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের তৃতীয় টেস্টের চতুর্থ দিনের খেলা মুখোমুখি হয় দু’দল। তবে অজিদের দেওয়ার ৪১৬ রানের বিশাল টার্গেটে খেলতে নেমে খেই হারিয়ে ফেলে কিউই ব্যাটসম্যানরা।
প্রথম ইনিংসের পর এই ইনিংসেও ৫ উইকেট দখল করেন লায়ন। এটি তার ক্যারিয়ারের ১৮তম পাঁচ উইকেট শিকার। মিচেল স্টার্ক তিনটি উইকেট নেন। একটি উইকেট পান কামিন্স। শেষ ব্যাটসম্যান ম্যাট হেনরি অ্যাবসেন্ট হার্ট হয়ে মাঠ ছাড়েন।
এর আগে ৪০ রানে তৃতীয় দিন শেষ করা অস্ট্রেলিয়া এদিন নিজেদের দ্বিতীয় ইনিংসে ২ উইকেট হারিয়ে ২১৭ রান করার পর ইনিংস ঘোষণা করে। ক্যারিয়ারের ২৪তম সেঞ্চুরি করা ডেভিড ওয়ার্নার ১১১ রানে অপরাজিত থাকেন। ১৫৯ বলের ইনিংসে তিনি ৯টি চার হাঁকান। ৪০ রান আসে আরেক ওপেনার জো বার্নসের ব্যাট থেকে। আর দারুণ ফর্মে থাকা মার্নাস লাবুশানে ৭৪ বলে ৫৯ করে বিদায় নেন।
প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরির সুবাদে ম্যাচ সেরা হন লাবুশানে। আর পুরো সিরিজে ৫৪৯ রান করে সিরিজ সেরাও হন এই ব্যাটসম্যান।
বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২০
এমএমএস