সোমবার (০৬ জানুয়ারি) বিসিবি একাডেমি মাঠে কুমিল্লার অনুশীলন শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গিবসন। এসময় তিনি জানান, বাংলাদেশের বোলিং কোচের প্রস্তাব পাওয়ার কথা।
বিপিএলে কোচিং করাতে এসে ইতোমধ্যে বাংলাদেশের ক্রিকেট সম্পর্কে ভালোই ধারনা হয়েছে তার। সুযোগ পেলে নিজের সবটুকুই উজাড় করে দেবেন সাবেক এই ক্যারিবীয় পেসার। তিনি বলেন, ‘কিছু ক্রিকেটারকে আমি এর মধ্যেই চিনতে পেরেছি। আল আমিন আছে আমাদের দলে, সে জাতীয় দলের পেসার। একটা সম্পর্ক তাই গড়ে উঠেছে। আমি নিজেও ক্রিকেটার ছিলাম, তাই ক্রিকেটারদের সঙ্গে সম্পর্কটা গড়ে তুলতে হয় কিভাবে সেটা আমার ভালোই জানা আছে। এখানে এসে তাই তরুণ পেসারদের, এমনকি অভিজ্ঞদেরও কিছু শেখাতে আমার সমস্যা নেই। ’
ওটিস গিবসনের অধীনেই ২০১২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছিলো ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ড জাতীয় দলের বোলিং কোচের দায়িত্বও পালন করেছিলেন এই ক্যারিবিয়ান। সর্বশেষ দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচের দায়িত্ব পালন করেন গিবসন।
বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২০
আরএআর/ইউবি