সিডনি থান্ডার ইনিংসের শেষ ওভারের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বলে আঘাত হানেন হারিস রউফ। এটা আবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে রউফের অভিষেক ম্যাচ ছিল।
বিগ ব্যাশের চলতি আসরে দারুণ ফর্মে আছেন রউফ। মেলবোর্নের জার্সিতে ৪ ম্যাচ খেলেই তার উইকেট এখন ১৩টি। এর মধ্যে তিন ম্যাচে প্রতি ওভারে ছয়ের বেশি রান খরচ করেননি তিনি। এমন পারফরম্যান্স আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের পাকিস্তান দলে তার ডাক পাওয়া অনেক সহজ করে দেবে সন্দেহ নেই।
একইদিনে সিডনি সিক্সার্সের বিপক্ষে টি-টোয়েন্টি ক্যারিয়ারে নিজের তৃতীয় হ্যাটট্রিকের দেখা পান রশিদ খান। স্ট্রাইকার্সের প্রথম বোলার হিসেবে হ্যাটট্রিক করেছেন এই লেগ স্পিনার। ইনিংসের ১০ম ওভারের শেষ দুই বলে সিডনির জেমস ভিন্স ও জ্যাক এডওয়ার্ডকে তুলে নেওয়ার পর ১২তম ওভারের প্রথম বলেই জর্ডান সিল্ককে আউট করেন তিনি। তবে শেষ পর্যন্ত তার দল অবশ্য জয়ের দেখা পায়নি।
বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২০
এমএইচএম