ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ইনজুরিতে দ.আফ্রিকা সফর শেষ অ্যান্ডারসনের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২০
ইনজুরিতে দ.আফ্রিকা সফর শেষ অ্যান্ডারসনের ছবি:সংগৃহীত

পাঁজরের ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকা সফর শেষ হয়ে গেল জেমস অ্যান্ডারসনের। বর্তমান বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারি এই ইংল্যান্ড পেসার কেপটাউন টেস্টের পঞ্চম দিন চোট পান। ইংলিশদের জয়ের এ ম্যাচে ব্যাথা থাকা সত্ত্বেও ঝুঁকি নিয়ে বল করে যান তিনি।

ম্যাচের পর স্ক্যান করানো হলে হাঁড় সংক্রান্ত সফট-টিস্যু ইনজুরি ধরা পড়ে। আর এর ফলে অ্যান্ডারসনকে ছয় থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।

টেস্টে ৬০০ উইকেট থেকে ১৬ উইকেট দূরে এই ডানহাতি তারকা আগামী কয়েকদিনের মধ্যেই ইংল্যান্ডে ফিরে পুনর্বাসনে যাবেন। তার পরিবর্তে দলে ব্যাকআপ হিসেবে আছেন ক্রেইগ ওভারটন।

দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে ১-১ সমতায় ফিরেছে ইংল্যান্ড। চার ম্যাচ সিরিজের তৃতীয় টেস্টটি আগামী ১৬ জানুয়ারি পোর্ট এলিজাবেথে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।