ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রেকর্ড গড়ার পথে মোস্তাফিজকে টপকে গেলেন বুমরাহ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২০
রেকর্ড গড়ার পথে মোস্তাফিজকে টপকে গেলেন বুমরাহ বুমরাহ

চার মাসের চোট কাটিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরেই রেকর্ড গড়েছেন জসপ্রিত বুমরাহ। রবীন্দচন্দ্রন অশ্বিন ও যুজুবেন্দ্র চাহালকে টপকে ভারতের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারির মাইলস্টোন ছুঁয়েছেন ২৬ বছর বয়সী এই পেসার। 

শুক্রবার (১০ জানুয়ারি) পুনেতে শ্রীলংকার বিপক্ষে তিন টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে দানুশকা গুলাতিলাকে সাজঘরে ফিরিয়ে এই রেকর্ড গড়েন বুমরাহ।  

লংকানদের বিপক্ষে বল হাতে নেওয়ার আগে ৫২ উইকেট নিয়ে অশ্বিন-চাহালের সঙ্গে একই তালিকায় ছিলেন তিনি।

৪৫ টি-টোয়েন্টিতে ৫৩ উইকেট নিয়ে বুমরাহ একই সঙ্গে টপকে যান ৫২ উইকেটের মালিক মোস্তাফিজুর রহমান, সুনীল নারাইন ও ডোয়াইন ব্রাভোকে। ৩৭ ম্যাচে ৫২ উইকেট নিয়েছেন মোস্তাফিজ।  

টি-টোয়েন্টিতে ভারতের হয়ে সর্বোচ্চ উইকেটের মাইলস্টোন গড়লেও শীর্ষ উইকেট শিকারীদের তালিকায় অনেক পিছিয়ে বুমরাহ। ৮২ ম্যাচে ১০৬ উইকেট নিয়ে সবার শীর্ষে লাসিথ মালিঙ্গা।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২০ 
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।