মাশরাফি বিন মর্তুজা/ফাইল ফটো
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা থেকে নিজের নাম প্রত্যাহার করে নিচ্ছেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তবে অভিমান থেকে নয়, অন্য ক্রিকেটারদের সুযোগ করে দিতেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
বোরবার (১২ জানুয়ারি) বিসিবির কার্যনির্বাহীর সভা শেষে সংবাদিকদের একথা জানান বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।
পাপন বলেন, মিটিং শুরু হওয়ার আগে মাশরাফির সঙ্গে আমার কথা হয়েছে।
সেই ফোন করেছিল আমাকে। তার কথা অনুযায়ী, কেন্দ্রীয় চুক্তিতে তাকে রাখতে না বলেছিল। সে খেলার মধ্যে আছে, কিন্তু কেন্দ্রীয় চুক্তিতে থাকতে চায় না। এ কারণে যে, তাহলে নতুন একজন সুযোগ পাবে।
‘আমরা তার প্রস্তাব মেনে নিয়েছি। অতএব কেন্দ্রীয় চুক্তি যেটা আসছে ওটার মধ্যে হয়তো মাশরাফির নাম থাকছে না। ’
বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, জানুয়ারি ১২,২০২০
আরএআর/এএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।