রোববার (১২ জানুয়ারি) মিরপুরের হোম অব ক্রিকেটে বিসিবির বোর্ড সভায় পাকিস্তান সফর নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি।
বোর্ড সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
পাকিস্তান সফর নিয়ে শুরু থেকেই কোনো সাড়া দেননি বাংলাদেশ দলের সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম। অন্যান্য ক্রিকেটাররা যেতে চাইলেও সেটা ছিল অল্প সময়ের জন্য। আর কোচিং স্টাফদের বেশিরভাগই পকিস্তান সফরে না যাওয়ার কথা জানিয়েছিলেন।
শুরুতে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) বিসিবি জানিয়েছিল যে, শুধু মাত্র টি-টোয়েন্টি সিরিজ সেখানে খেলে টেস্ট সিরিজ খেলা হবে নিরপেক্ষ ভেন্যুতে। পরে পিসিবি জানায়, টেস্ট সিরিজও তাদের মাটিতে খেলতে হবে। কিন্তু বিসিবি তাদের সিদ্ধান্তে অনড় থাকে।
এরপরই পিসিবি সিদ্ধান্ত পরিবর্তন করে বিসিবিকে প্রস্তাব দেয়, একটি টেস্ট পাকিস্তানের মাটিতে খেলে আবার বিরতি দিয়ে আরও একটি টেস্ট খেলতে। টি-টোয়েন্টি সিরিজটি পরে কোনো এক সময় আয়োজন করা হবে। কিন্তু এখনও এ নিয়ে ধোঁয়াশা কাটলো না।
বাংলাদেশ সময়: ২২৫৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০
আরএআর/এমএইচএম