মুশফিক বলেন, ‘আমি আগেই বলেছি পারিবারিক কারণে আমি পাকিস্তান সফরে যাচ্ছি না। তারা (পরিবার) ভয়ে শঙ্কিত।
পাকিস্তান সফরটি তিনি মিস করবেন বলে জানিয়েছেন। বিশেষ করে সেখানকার উইকেটটাকে ভীষণ মিস করবেন। তিনি বলেন, ‘উইকেট অনেক ভালো থাকে। সেটা অনেক মিস করব। আমি আশা করব দুই তিন বছর পরিস্থিতি যদি ধারাবাহিকভাবে ভালো থাকে, তখন না যাওয়ার কোনো কারণ নেই। যদি বলেন বাংলাদেশের ক্রিকেটে একটা বড় সিরিজ মিস করা। একইসঙ্গে আমার কাছে সুযোগও ছিল পিএসএলে খেলা। আমি কিন্তু প্রথমেই না করে দিয়েছি। আমি জানি পুরো টুর্নামেন্ট (পিএসএল) পাকিস্তানে হবে। আমি বলেছি আমার পরিবার আমাকে যেতে অনুমতি দিচ্ছে না, কাজেই ওখানে যাওয়ার প্রশ্ন ওঠে না। ’
পাকিস্তান সফরে যেতে মুশফিকুর রহিম আরও সময় নিতে চান। আগামী দুই-তিন বছর পর পরিরিস্থতি শান্ত হলে মুশফিক ঠিকই পাকিস্তান সফরে যাবেন। তবে আপাতত পাকিস্তান সফরে যাওয়ার কোনো ইচ্ছেই নেই তার।
বাংলাদেশ তিন ধাপে পাকিস্তান সফরে যাবে। জানুয়ারি থেকে এপ্রিলের এই সফরে টাইগাররা তিন টি-টোয়েন্টি, দুটি টেস্ট ও একটি ওয়ানডে খেলবে।
বাংলাদেশ সময় ১০৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২০
আরএআর/এমএমএস