আর্টিজেন সিরাজগঞ্জের ছুড়ে দেওয়া ১৩৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৮ রান করে টাইগার্স। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রার করেন পারভেজ শেখ।
আর্টিজেন স্টারের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট লাভ করেন ফিরোজ আহম্মেদ। এছাড়া সাকিব হাসান ২টি, মোহাম্মদ আশরাফুল ও সুমন সরকার একটি করে উইকেট পান।
শনিবার (১৮ জানুয়ারী) শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে মাঠে গড়ায় দুপুর সাড়ে ১২টায়। টসে জিতে আর্টিজেন স্টার প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ বলে ৪০ রান করেন ফিরোজ আহম্মেদ। এছাড়াও মেহরাব হোসেন জোসি ২৮, মোহাম্মদ আশরাফুল ১৪ ও মিলন শেখ ১৪ রান করেন।
টাইগার্সের পক্ষে নাসির হোসাইন ও সবুজ সরকার ২টি করে এবং মাহফুজুর ইসলাম শুভ ও পারভেজ শেখ একটি করে উইকেট লাভ করেন।
বাংলাদেশ সময়: ১৮০১ ঘন্টা, ১৮ জানুয়ারি, ২০২০
এমএইচএম