শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করছেন সাকিব/ ছবি: সংগৃহীত
বাংলাদেশের ক্রিকেটের ‘পোস্টার বয়’ সাকিব আল হাসান। নিষেধাজ্ঞার কারণে দুই বছর ক্রিকেট থেকে দূরে থাকতে হবে এই বিশ্বসেরা অলরাউন্ডারকে। ক্রিকেট থেকে দূরে থাকলেও মানবতার টানে দূরে থাকতে পারেননি তিনি।
এবারের শীত আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। এমন ভয়াবহ শীতের রাতেও জবুথবু হয়ে রাস্তার ধারে, ফুটপাতে ঘুমাতে হয় গৃহহীন মানুষদের।
দেশের অনেকেই এই শীতার্ত, অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন সাকিব। গভীর রাতে সবাই যখন গভীর ঘুমে, শীতার্ত মানুষদের গায়ে উষ্ণ কম্বল জড়িয়ে দিলেন তিনি।
সম্প্রতি নিজ জেলা মাগুরার রাস্তায় গভীর রাতে ঘুরে ঘুরে সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে কম্বল বিতরণ করেছেন সাকিব। আদর মাখানো হাতে কম্বল জড়িয়ে তাদের খোঁজ-খবরও নেন তিনি। দেশসেরা এই ক্রিকেটারের এমন উদ্যোগ এরইমধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২০
এমএইচএম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।