সোমবার (২০ জানুয়ারি) মিরপুরে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করে বাংলাদেশ। সফরে কঠোর নিরাপত্তার চাদরে আবৃত থেকেই ম্যাচগুলো খেলবে টাইগাররা।
সাংবাদিকদের শান্ত বলেন, ‘না ওসব নিয়ে আসলে চিন্তা করছি না। প্রফেশনাল প্লেয়ার হিসেবে খেলার দিকে ফোকাস করছি। যেহেতু এগুলো আমাদের হাতে নেই তাই চিন্তাও করছি না। গত বছর গিয়েছিলাম আমি ওখানে (পাকিস্তানে)। তাই নিরাপত্তা নিয়ে একদমই ভাবছি না। খেলার দিকেই ফোকাস করছি। ’
নিজের অভিজ্ঞতা থেকে শান্ত জানান, পাকিস্তানের উইকেট বেশ স্পোর্টিং হয়। বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য পাকিস্তানের উইকেট কতোটা চ্যালেঞ্জিং হবে এমন প্রশ্নে শান্ত বলেন, ‘না, আমার কাছে মনে হয় সমস্যা হবে। আমরা গত বছর যে উইকেটে খেলেছি, মাশাআল্লাহ, তা খুব ভালো উইকেট ছিল। স্পোর্টিং উইকেট ছিল। বোলাররা যদি ভালো জায়গায় বল করে, বোলাররা হেল্প পায়। ব্যাটসম্যানদের জন্য উইকেটটা ভালো। আমি যেটা বললাম, পরিকল্পনা অনুযায়ী, আমাদের শক্তি অনুযায়ী যদি খেলতে পারি অবশ্যই ওখানে বড় রান করা, বোলারদের উইকেট নেওয়ার ক্ষমতা রাখে। ’
তবে সিরিজের ফলাফল নিয়ে এখনই ভাবতে চান না শান্ত। তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় টি-টুয়েন্টিতে যেকোনো দল যে কোনোদিন জিততে পারে। সিরিজ নিয়ে আমরা ওভাবে চিন্তা করছি না। আমরা ম্যাচ বাই ম্যাচ খেলবো। টার্গেট থাকবে প্রথম ম্যাচটা নিয়ে। টি-টোয়েন্টিতে যে দল ভালো খেলবে ঐদিন ওই দলের জেতা সম্ভব। তাই আমরা দিনটা নিয়ে চিন্তা করছি। ’
বাংলাদেশ সময়ঃ ২০০৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২০
আরএআর/ইউবি