ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করায় দুই বছর নিষিদ্ধ (১ বছর স্থগিত) হওয়ায় কমিটি থেকে বাদ দেওয়া হয় সাকিবকে। এর তিন মাস পর তার বিকল্প হিসেবে ইংলিশদের হয়ে টেস্টে সর্বোচ্চ রানের (১২ হাজার ৪৭২) মালিক কুককে বেছে নেওয়া হলো।
ক্রিকেটের আইন-কানুন পর্যালোচনার জন্য কাজ করে সাবেক ও বর্তমান ক্রিকেটারদের সঙ্গে আম্পায়ারদের নিয়ে গঠিত এ স্বাধীন কমিটি। ২০০৬ সালে গঠিত বিশ্ব ক্রিকেট কমিটি প্রতি বছর দু’বার আলোচনায় বসে।
এমসিসি’র বর্তমান কমিটিতে আরও আছেন- সাবেক অজি অধিনায়ক রিকি পন্টিং, সাবেক অজি লেগ স্পিনার শেন ওয়ার্ন এবং সাবেক লঙ্কান অধিনায়ক কুমার সাঙ্গাকারা।
বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২০
এমএইচএম