বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক মনে করেন, অনুশীলনের চেয়ে অনুশীলন ম্যাচ খেলা বেশি জরুরি। তাই পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বিসিএলের এই ম্যাচ ক্রিকেটারদের কাজে দেবে।
মুমিনুল বলেন, ‘আমার কাছে মনে হয় যে, ম্যাচ প্র্যাকটিসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্র্যাকটিসের চেয়ে আমার মনে হয়, ম্যাচ প্র্যাকটিস ১০০ ভাগের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। দেখুন, সারা বছর আপনি শুধু প্র্যাকটিস করলেন কিন্তু ম্যাচ খেললেন না, তাহলে কিন্তু কোনো লাভ নেই। তারচেয়ে আপনি যদি ম্যাচ প্র্যাকটিস ম্যাচ খেলেন তাহলে কাজে দেয়। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সবই কাজে দিবে। ৯০ ওভার ফিল্ডিং করলে বডি ফিটনেসটা বোঝা যাবে। শুধু প্র্যাকটিসে সেটা কিন্তু বুঝা যায় না। আর যারা বোলার, তারা দুই-তিন স্পেলে বোলিং করবে নতুন বলে, পুরানো বলে বল করবে। আমার মনে হয়, ওই জিনিসগুলোও কাজে দিবে। ’
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০
আরএআর/ইউবি