বিগ ব্যাশের ফাইনালে শনিবার (০৮ ফেব্রিয়ারি) সিডনিতে মুখোমুখি হয় সিডনি ও মেলবোর্ন। তবে বৃষ্টি বাধায় অনেকটা সময় বন্ধ থাকে খেলা।
প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১২ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৬ রান করে সিডনি। ওপেনিংয়ে নেমে দারুণ ফিফটি করেছেন জশ ফিলিপ। তার ২৯ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৫২ রানের ইনিংসে ভর করেই দারুণ শুরু পায় সিডনি। এছাড়া ১২ বলে ২১ রান করেছেন স্টিভেন স্মিথ আর ১৫ বলে ২৭ রানের ঝড়ো ইনিংস খেলেছেন জর্ডান সিল্ক।
বল হাতে ২টি করে উইকেট নিয়েছেন মেলবোর্নের অ্যাডাম জাম্পা ও গ্লেন ম্যাক্সওয়েল।
লক্ষ্য তাড়ায় শুরু থেকেই খাবি খেতে থাকে মেলবোর্ন। ৫৪ রানেই দলটি হারিয়ে বসে ৬ উইকেট। এরপর হাতে ৪ উইকেট থাকলেও আর জেতা হয়নি দলটির। কারণ, নির্ধারিত ওভার শেষে দলটি আর মাত্র ৪২ রান যুক্ত করতে পারে।
বল হাতে সিডনির নাথান লায়ন ও স্টিভ ও’কিফ ২টি করে উইকেট নিয়েছেন।
ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন সিডনির জশ ফিলিপ।
বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২০
এমএইচএম