শনিবার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৪ রান করে টাইগার্স। দলের হয়ে জাহিদ জিহাদ ২৪ বলে ৩০, মোহাম্মদ এদনাম ১১ বলে ২৬ ও পারভেজ শেখ ২৯ বলে ২৬ রানে করেন।
জবাবে টাইগার্স বোলারদের তোপের মুখে দাঁড়াতেই পারেনি সিক্সার্সের ব্যাটসমানরা। ১৭.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ৬৯ রান। দলের হয়ে রকিবুল রকি (১৮), ইশিতিয়াক সরকার মিলন (১২) ও মাহমুদুল হাসান মিলন (১০) রান ছাড়া কেউ দুই অংকের ঘর ছুঁতে পারেনি।
টাইগার্সের বোলার মাহফুজ শুভ ১০ রানে ৩টি উইকেট শিকার করেন। এছাড়া পারভেজ শেখ ১১ রানে, সবুজ আলী ১৩ রানে ও জিয়াউর রহমান ৬ রানে ২টি করে উইকেট পান। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন পারভেজ শেখ। খেলাটি সরাসরি সম্প্রচার করে বেসরকারি টেলিভিশন বাংলাটিভি।
ফাইনাল খেলা শেষে ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় পানি উন্নয়ন বোর্ডের সচিব কবির বিন আনোয়ার, সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয়, সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহম্মেদ, পুলিশ সুপার হাসিবুল আলম, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আবু ইউসুফ সূর্য উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণ শেষে সিরাজগঞ্জ ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ২০৩৩ ঘন্টা, ৮ ফেব্রুয়ারি, ২০২০
ইউবি