বাংলাদেশের সম্প্রতি টেস্ট পারফরম্যান্স মোটেও সন্তষজনক নয়। শেষ ছয়টি টেস্টের পাঁচটিতে ইনিংস ব্যবধানে হেরেছে টাইগাররা।
অন্যদিকে জিম্বাবুয়ে সম্প্রতি টেস্টে দারুণ পারফরম্যান্স করেছে। ১৪ মাস পর টেস্ট ক্রিকেটে ফিরে সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে লড়াই করে ভালো ক্রিকেট খেলেছে। আর বাংলাদেশে প্রায় সফর করতে আসা দলটির এ দেশের কন্ডিশনও পরিচিত। তাই চেনা কন্ডিশন কাজে লাগিয়ে ধারাবাহিক পারফরম্যান্স ধরে রাখতে চায় জিম্বাবুয়ে।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মুশফিকুর রহিম, তাইজুল ইসলাম, আবু যায়েদ, এবাদত হোসেন, নাইম হাসান।
জিম্বাবুয়ে একাদশ: প্রিন্স মাসাউরে, কেভিন কাসুজা, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেইলর, টিমাইসেন মারুমা, সিকান্দার রাজা, রেগিস চাকাভা, ডোনাল্ড ত্রিপানো, ভিক্টর নিয়াউচি, আইনসলে এনভোদু, চার্লটন টিসুমা।
বাংলাদেশ সময়: ০৯১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২০
আরএআর/আরবি/