মঙ্গলবার (০৩ মার্চ) বিকেলে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
তিনি বলেন, ‘ওপেনাররা রান করছে, এটা একটি টিমের জন্য ভাল দিক।
নান্নু বলেন, ‘আমাদের ওপেনাররা আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাটিং করেছে। যেকোনো ম্যাচে যদি ৪০ ওভার পর্যন্ত ৭ উইকেট হাতে রাখা যায় এবং এই পরিকল্পনা করে খেলা হয়, তবে তিনশ’র কাছাকাছি রান করা সম্ভব। এই ধারাবাহিকতা বজায় রাখলে আমরা অবশ্যই ভাল করবো। ’
মুশফিকুর রহিমকে হুমকি দেওয়ার বার্তার বিষয়ে তিনি বলেন, ‘সামনে পাকিস্তান সফর আছে এই সিরিজের পর, তো সে হিসেবে আমরা নিশ্চিত হওয়ার জন্য মুশফিককে ডেকেছিলাম। সে পাকিস্তান যাবে কিনা, ওর সিদ্ধান্ত জানার জন্য। সে সরাসরি বলে দিয়েছে যাবে না। আর না গেলে আমাদেরকে টেস্ট ও ওয়ানডের জন্য চিন্তা করতে হবে। ’
অন্যভাবে চাপ দেওয়া হচ্ছে বা দ্বিতীয় ম্যাচ থেকে বাদ দেওয়ার বিষয়ে বিসিবি’র সভাপতির নির্দেশনা ছিল কি না, এমন প্রশ্নে তিনি বলেন, ‘টিম ম্যানেজম্যান্ট এবং আমরা একসঙ্গে বসেছিলাম। আমরা অফিসিয়ালি তাকে জিজ্ঞাসা করেছি, সে বলেছে যাবে না। ’
নান্নু আরও জানান, এর আগেও একটি টেস্ট ম্যাচে গণমাধ্যমের একটিতে দেখেছিলাম যাবে, অন্যটিতে যাবে না। যে কারণে তার সিদ্ধান্ত বদল করেছিল। সেহেতু আমরা তাকে নিয়ে বসেছিলাম।
মুশফিক পাকিস্তান না গেলে তৃতীয় ম্যাচে নতুন কাউকে সুযোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশ দলের প্রধান নির্বাচক বলেন, ‘তিন দিনের ম্যাচের দ্বিতীয় দিনে যদি বাংলাদেশ দল আজ জিতে যায়, তখন পাকিস্তানে যারা খেলবে, তাদেরকে মাঠে নামানো হবে। ’
পাকিস্তান সময়সূচি একমাস পর। তাই অধিনায়ক ঘোষণার বিষয়ে তিনি বলেন, ‘ওটা নিয়ে এখনও চিন্তা করিনি। আর পাকিস্তানে যারা খেলবে, এই দলের ১৫ জন থেকে মুশফিক না গেলে ১৪ জনে এসে দাঁড়িয়েছে। তাদের থেকেই বাছাই করা হবে। তবে মাশরাফির বিষয় নিয়ে আলোচনা হয়নি। ’
৮ মার্চ বোর্ডের সভায় অধিনায়ক পরিবর্তন হবে কি না, এ বিষয়ে সিদ্ধান্ত হবে। এ নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।
নান্নু বলেন, ‘মাশরাফি এই সিরিজের অধিনায়ক। সুতরাং চিন্তাটা তাকে নিয়ে নয়, মুশফিক যাচ্ছেন না, তার বিষয়টি নিয়ে চিন্তা করছি। ’
বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘন্টা, মার্চ ০৩, ২০২০
এনইউ/ইউবি