ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপ ফাইনালের পর ফিরলেন বোল্ট, ফার্গুসন, হেনরি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, মার্চ ৪, ২০২০
বিশ্বকাপ ফাইনালের পর ফিরলেন বোল্ট, ফার্গুসন, হেনরি

মনে পড়ে ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের সেই নখ কামড়ানো ম্যাচের কথা। যারা দেখেছিলেন, কারোরই ভোলার কথা নয়। রোমাঞ্চকর সুপার ওভারে নিউজিল্যান্ডকে হারিয়েছিল ইংল্যান্ড। তবে সেই ফাইনালের পর আর ওয়ানডেতে খেলা হয়নি কিউইদের তিন পেসার ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন ও ম্যাট হেনরির। কিন্তু চোট সারিয়ে এবার এসঙ্গেই দলে ফিরলেন এই ত্রয়ী।

ঘরের মাঠে দাপট দেখিয়ে ভারতকে ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করার পর এবার নিউজিল্যান্ডের নতুন মিশন অস্ট্রেলিয়া। যেখানে এখন পর্যন্ত ব্ল্যাক ক্যাপসরা কোনো ওয়ানডে সিরিজ জিততে পারেনি।

অজি সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সঙ্গে নিউজিল্যান্ড সমান ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে। আর এই সফরকে ঘিরেই ১৫ সদস্যের ওয়ানডে দল ঘোষণা করা হয়েছে। যেখানে ফিরেছেন পেস ত্রয়ীরা। তবে জায়গা ধরে রেখেছেন ভারত সিরিজে দুর্দান্ত খেলা কাইল জেমিসন। কিন্তু বাদ পড়েছেন পেসার হামিশ বেনেট ও স্কট কাগেলেইন।

১৩ মার্চ সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, মার্চ ০৪, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।