রোবাবার (০৮ মার্চ) মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামার আগে শেষবারের মতো অনুশীলন করে টাইগাররা। তার আগে সংবাদ সম্মেলনে অধিনায়ক এই কথা বলেন।
মাহমুদউল্লাহ বলেন, ‘টিম ম্যানেজমেন্টর সঙ্গে কথা বলতে হবে। কিন্তু আমি একটা জিনিস নিশ্চিত করতে চাই। আমার মনে হয়, যে যেখানে ব্যাটিং করুক, তাদেরকে একটা স্বাধীন সুযোগ দিতে চাই এবং ব্যাটিং অর্ডারে সব ব্যাটসম্যানকেই নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন করতে চাই। ’
টি-টোয়েন্টি অধিনায়ক মনে করেন, টি-টোয়েন্টিতে ব্যাটিং করা বেশ কঠিন। তাই সকল ব্যাটসম্যানকেই তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন করতেই ব্যাটিং অর্ডার ঠিক করা উচিৎ।
তিনি বলেন, ‘ব্যাটসম্যানরা যেখানেই ব্যাটিং করুক, সেটা তিন হোক, চার হোক, পাঁচ হোক, ছয় হোক বা সাত; তারা যেন তাদের নির্দিষ্ট রোল অনুযায়ী ওইভাবে চিন্তা করতে পারে এবং ওইভাবে ব্যাটিং করতে পারে। বিশেষভাবে টি-টোয়েন্টি ক্রিকেটে আপনি আপনার রোল সম্পর্কে যদি অবগত থাকেন তবে আপনার কাজ অনেকটা সহজ হয়। ’
শেষ দিকে যারা ব্যাট করতে নামেন তাদের পরফরম্যান্সের কথা বিবেচনা করা হবে। তিনি বলেন, ‘আপনি ধরেন যে সাত নম্বরে ব্যাটিং করতে বা ছয় নম্বরে ব্যাটিং করেন ওই সময় সময়টাতে কম সময় পাওয়া যায়, তো স্পেশালি টি-টোয়েন্টি ক্রিকেটে ছয়-সাতে সময় ব্যাটিং করাটা কঠিন। টপ অর্ডারে আপনি কিছুটা সয়ময় পেতে পারেন কিন্তু পাঁচ-ছয়-সাতে সময় কম পাওয়া যায়। এই জিনিসগুলো বিবেচনা করতে হবে। কারণ অনেক সময় পার্টিকুলার সেই ব্যাটসম্যান ছয়-সাতে ব্যাট করতে নেমে দলের জন্য মারতে গিয়ে প্রথম বলে আউট হয়ে গেলো, এই বিষয়গুলো্ বিবেচনা করা হবে এবং আমার মনে হয়, টিম ম্যানেজমেন্টও সাপোর্ট করবে। ’
বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, মার্চ ০৮৭, ২০২০
আরএআর/ইউবি