ফাইল ফটো
বাংলাদেশের দেওয়া ২০১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতে ব্রেন্ডন টেইলরকে (১) হারায় জিম্বাবুয়ে। শফিউল ইসলামের বলে সৌম্য সরকারকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন এ ওপেনার। এরপর বেশিক্ষণ স্থায়ী হয়নি ক্রেইগ আরভিনের ইনিংসও। মোস্তাফিজের এলবিডব্লিউর ফাঁদে পড়ে ব্যক্তিগত ৮ রানে সাজঘরে ফেরেন তিনি।
এ প্রতিবেদন লেখা পযর্ন্ত ৪.৪ ওভারে ২ উইকেট হারিয়ে ৩২ রান সংগ্রহ করেছে জিম্বাবুয়ে। ব্যাটিংয়ে আছেন টিনাশে কামুনহুকামউই (১৪) ও ওয়েসলি মাধেভেরে (২)।
জয়ের জন্য তাদের ৯২ বলে দরকার আরও ১৬৯ রান।
এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে দুই টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে লিটন দাশ ও সৌম্যর ঝড়ো ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিযে ২০০ রান করে বাংলাদেশ।
ম্যাচটি শুরু হয় সোমবার (০৯ মার্চ) সন্ধ্যা ৬টায়, মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে।
বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, মার্চ ০৯, ২০২০
ইউবি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।