তবে আপাতত এই ম্যাচগুলো হচ্ছে না বলে জানিয়েছেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন।
এছাড়া ম্যাচ শুরুর দুই দিন আগে ১৮ মার্চ এ আর রহমানের একটি কনসার্ট আয়োজনের কথাও ছিল।
এ ব্যাপারে বিসিবি কার্যালয়ে বুধবার (১১ মার্চ) পাপন সাংবাদিকদের বলেন, ‘আমি প্রথমে বলছি ১৮ তারিখের কনসার্টের কথা। এ আর রহমানের যে কনসার্টটি করার কথা ছিল সেটা ছোট ভাবে করতে পারতাম। পরে আমরা সিদ্ধান্ত নিয়েছি, না আমরা বড় ভাবেই করব। সেজন্য ছোট ভাবে না করে পিছিয়ে দিয়েছি। সেটা ১৮ মার্চ হচ্ছে না। পরিস্থিতি বুঝে যখন অবস্থা ভালো হবে, তখন দিন তারিখ পুননির্ধারণ করব। ’
তিনি আরও বলেন, ‘২১ ও ২২ তারিখে যে দুটি খেলা হওয়ার কথা ছিল, সেই খেলা নিয়েও সমস্যা হচ্ছে। সমস্যা হচ্ছে সবাই যে এখানে এসে খেলবে এমন কোন কথা নেই। আবার খেলে যেতে পারবে এমনও নিশ্চিয়তা নেই। অতএব অনেকগুলো বাধা আসছে বিভিন্ন জায়গা থেকে। সেই জায়গা থেকে এটাও আমরা স্থগিত করে দিয়েছি। দুটো অনুষ্ঠানই এখন স্থগিত। মাস খানেক পরে সময়মতো পরিস্থিতি বুঝে দিন তারিখ পুননির্ধারণ করে অনুষ্ঠান আয়োজন করব। ’
বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, মার্চ ১১, ২০২০
এমএমএস/আরএআর