ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বৃষ্টিতে ভেস্তে গেলো ভারত-দক্ষিণ আফ্রিকার প্রথম ওয়ানডে 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, মার্চ ১২, ২০২০
বৃষ্টিতে ভেস্তে গেলো ভারত-দক্ষিণ আফ্রিকার প্রথম ওয়ানডে  বৃষ্টিতে ঢাকা পড়েছে পিচ: ছবি-সংগৃহীত

বৃষ্টির কারণে মাঠে টস করতেও নামতে পারলেন না বিরাট কোহলি ও কুইন্টন ডি কক। দীর্ঘক্ষণ অপেক্ষার পর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি না থামায় ভারত বনাম দক্ষিণ আফ্রিকার তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেছে আম্পয়াররা। 

ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল বৃহ্স্পতিবার (১২ মার্চ), দুপুর ১টায়। ভারতের ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে।

কিন্তু ম্যাচের আগে থেকে শুরু হয় বৃষ্টি।  যার কারণে বল মাঠে গড়ানো দূরে থাক, টসও হয়নি।   

শেষ পযর্ন্ত দীর্ঘক্ষণ পর্যবেক্ষণের পর স্থানীয় সময় বিকেল ৫টা ২০ মিনিটে ম্যাচ পরিত্যক্তের ঘোষণা দেন আম্পয়াররা।  

দু’দলের সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি হবে ১৫ মার্চ, লক্ষ্ণৌতে।  

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, মার্চ ১২, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।