ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

'বাদুড় খেকো' চীনাদের ওপর ক্ষোভ ঝারলেন শোয়েব আখতার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১০ ঘণ্টা, মার্চ ১৪, ২০২০
'বাদুড় খেকো' চীনাদের ওপর ক্ষোভ ঝারলেন শোয়েব আখতার শোয়েব আখতার-ছবি: সংগৃহীত

করোনা ভাইরাসের উৎপত্তিস্থল যে চীন সে কারো অজানা নয়। কিন্তু তাই বলে এই ভাইরাস ছড়ানোর জন্য সরাসরি চীনকে দায়ী করার ঘটনা সত্যিই বিরল। আর এই বিরল কাজটিই করেছেন সাবেক পাকিস্তানি ফাস্ট বোলার শোয়েব আখতার। শুধু তাই না, চীনাদের 'বাদুড় খেকো' বলেও কটাক্ষ করেছেন তিনি।

শুরু থেকেই ধারণা করা হচ্ছে, করোনা ভাইরাসের সূত্রপাত হয়েছে বাদুড় থেকে। চীনের উহানের কোনো এক বাজারে ওই বাদুড় বিক্রি হয়েছিল বলে জানা গেছে।

তবে এটা এখনও প্রমাণিত হয়নি। কিন্তু শোয়েব আখতার সেসব প্রমাণের ধার ধারেননি।  

নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে তিনি বলেন, 'আমি বুঝি না কেন আপনাদের বাদুড়ের মতো জিনিস খেতে হবে, তাদের রক্ত ও মুত্র পান করতে হবে এবং সারাবিশ্বে ভাইরাস ছড়িয়ে দিতে হবে... আমি চীনাদের সম্পর্কে বলছি। তারা সারাবিশ্বকে বিপদের মুখে ঠেকে দিয়েছে। আমি সত্যিই বুঝতে পারছি না আপনারা কীভাবে বাদুড়, কুকুর এবং বিড়াল খেতে পারেন। আমি সত্যি খুব ক্ষুব্ধ। '

তিনি আরও বলেন, 'সারা বিশ্ব এখন ঝুঁকিতে পড়ে গেছে। পর্যটন শিল্প ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্থনীতি বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সারা বিশ্ব কার্যত বন্দি হওয়ার পথে। আমি চীনাদের বিপক্ষে যাচ্ছি না কিন্তু আমি পশু আইনের বিপক্ষে। আমি বুঝতে পারছি যে এটা আপনাদের সংস্কৃতির অংশ কিন্তু এটা এখন আর আপনাদের উপকারে আসছে না, এটা মানবতাকে ধ্বংস করছে। আমি বলছি না আপনারা চীনাদের বয়কট করুন কিন্তু অবশ্যই এ নিয়ে একটা আইন থাকা উচিত। আপনি চাইলেই যা খুশি তাই খেতে পারেন না। '

চীনের উহান থেকে বিশ্বের ১৪৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে গেছে করোনা ভাইরাসে। এখন পর্যন্ত এ রোগে প্রাণ গেছে ৫ হাজার ৬০৪ জনের। মোট আক্রান্ত হয়েছেন প্রায় ১ লাখ ৫০ হাজার। চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন প্রায় ৭৪ হাজার রোগী।

করোনা আতঙ্কে পিছিয়ে গেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এরপর বিভিন্ন আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের পর বন্ধ হওয়ার দশা পাকিস্তান সুপার লিগও (পিএসএল)। পিএসএল'র বাকি ম্যাচগুলো দর্শকশুন্য মাঠে খেলা হবে। এ নিয়ে শোয়েব বলেন, 'সবচেয়ে বড় কারণ গলো পিএসএল। অনেক বছর পর পাকিস্তানে ক্রিকেট ফিরেছে। অথচ ঝুঁকি থাকা সত্ত্বেও প্রথমবারের মতো আমাদের ঘরের মাটিতে অনুষ্ঠিত হচ্ছে পিএসএল। এখন বিদেশিরা চলে যাচ্ছে, এখন এটা দর্শকশুন্য মাঠে গড়াবে। '

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, মার্চ ১৪, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।