সোমবার (মার্চ ১৬) ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৫৭ রান করে মোহামেডান। জবাবে দিতে নেমে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় শাইনপুকুর।
২৫৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে উদ্বেধনী জুটিতে ৫৩ রান যোগ করেন শাইনপুকুরের তানজিদ হাসান তামিম ও সাব্বির হাসান। সাব্বির ২৫ রান করে আউট হন। দ্বিতীয় উইকেটে রবিউল ইসলামকে সঙ্গে নিয়ে আরও ৫২ রান যোগ করেন তামিম। ব্যক্তিগত ৫৯ রানে তিনি সাজঘরে ফেরেন।
রবিউল ও তৌ্হিদ হৃদয় তৃতীয় উইকেটে ৫৫ রান যোগ করলে শাইনপুকুরের জয়ের কাজটা আরও সহজ হয়ে যায়। রবিউল ৫৪ রান করে রান আউটের শিকার হন।
চতুর্থ উইকটে হৃদয় ও মাহিদুল ইসলাম দলকে জয়ের দিকে নিয়ে যান। হৃদয় ৫০ আর মাহিদুল ৪৯ রান করে বিদায় নেন। এরপর ৩ বল হাতে রেখে জয়ের জন্য প্রয়োজনীয় ২৫৮ রান তোলে শাইনপুকুর।
মোহামেডানের আবু জায়েদ, আবু হায়দার, আব্দুর রাজ্জাক ও মাহমুদুল ১টি করে উইকেটে নেন।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে মাহমুদুল হাসান লিমনের ফিফটির উপর ভর করে ৮ উইকেটে ২৫৭ করে মোহামেডান। মাহমুদুল সর্বোচ্চ ৫৮ রান করেন। এছাড়া ইরফান শুক্কুর ৪৬, আব্দুল মজিদ ৪২ ও শুভাগত হোম ৩১ রান করেন।
শাইনপুকুরের মোহর শেখ ও তানভীর ইসলাম ২টি এবং রবিউল হক ও হাসান মুরাদ ১টি করে উইকেটে নেন।
ম্যাচ সেরা হয়েছেন শাইনপুকুরের তানজিদ হাসান তামিম।
বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
আরএআর/ইউবি